বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের দিন কুয়াকাটা সৈকতে মানুষের ঢল

news-image

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : সূর্যোদয়-সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটায় ঈদের দিনে ভিড় জমিয়েছেন পর্যটক ও দর্শনার্থীরা। সোমবার (৩১ মার্চ) সকালে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে পর্যটকদের ভিড় বাড়তে থাকে সৈকতে। ঈদুল ফিতরের লম্বা ছুটিকে কাজে লাগাতে সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকের আগমন ঘটছে কুয়াকাটায়।

সকাল থেকেই শুঁটকি পল্লী, গঙ্গামতির সৈকত, রাখাইন পল্লী, ইকোপার্ক, ইলিশ পার্ক, লেম্বুর বন ও সৈকতের ঝাউবাগানসহ অধিকাংশ পর্যটন স্পট পর্যটদের পদচারণা রয়েছে। আগত এ সকল পর্যটকদের সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগসহ সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতে উঠতে দেখা গেছে। সৈকতে কেউ গোসল করছেন, কেউ ছবি তুলছেন, কেউ ছাতার নিচে বসে সমুদ্রের ঢেউ উপভোগ করছেন, আবার কেউ ঘোড়ার পিঠে চড়ে পুরো সৈকতে ঘুরে বেড়াচ্ছেন।

খুলনা থেকে কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক সজল দাস বলেন, আমি পরিবার নিয়ে ঈদের ছুটিতে কুয়াকাটায় ঘুরতে আসলাম। গতকাল আসছি, পর্যটক ছিল না। কিন্তু সকালে পুরো সৈকত দেখলাম পর্যটকে মুখর। অনেক লোক বেশ ভালো লাগছে।

দীর্ঘ এক মাস রমজানে কুয়াকাটায় পর্যটকদের আনাগোনা কম ছিল। তাই পর্যটন ব্যবসায়ীরাও অলস সময় পার করেছেন। কিন্তু আজ থেকে পর্যটক বাড়ার সাথে সাথে ব্যবসায়ীরাও ব্যস্ত সময় পার করছেন।

হোটেল ডি মোন’র ব্যবস্থাপক জয়নুল আবেদীন জুয়েল জানান, ঈদ উপলক্ষ্যে আমাদের ৬০ শতাংশ রুম বুকিং হয়েছে। লম্বা এই ছুটিকে কেন্দ্র করে আমরা ভালো একটা সাড়া পাচ্ছি। আশা করছি সামনের পুরো মাসজুড়ে ভালো পর্যটক পাব।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সেক্রেটারি জেনারেল জহিরুল ইসলাম জানান, ঈদের ছুটি উপলক্ষ্যে অনেক দিন পরে আজকে কুয়াকাটায় পর্যটকদের ভিড় দেখা গেছে। পর্যটকদের আনাগোনায় মুখরিত এখন সৈকত।

পর্যটকদের ওপর নির্ভর করে কুয়াকাটার ১৬টি পেশার মানুষ। সকল পেশার মানুষই আজ পর্যটকদের সেবা দিয়ে যাচ্ছে। সাথে সাথে নিজেদের রোজগারটাও করছে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, ঈদের ছুটিকে কেন্দ্র করে আমরা বিভিন্ন পয়েন্টে ছয়টি টিম নিয়োজিত করেছি। যাতে সব ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকানো যায়। ছুটির দিনগুলোতে বিশেষ করে কুয়াকাটায় পর্যটকদের আনাগোনা বাড়ে। তাই তাদের সেবায় ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে।

এ জাতীয় আরও খবর

ফাঁকা ঢাকায় বাড়ছে সবজির দাম!

আওয়ামী লীগকে এ দেশে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেবো না : তথ্য উপদেষ্টা

প্রেস উইং: বাংলাদেশ নিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন মিসলিডিং

ঈদের প্রথম দিনে কোন সিনেমা কত আয় করল?

এপ্রিলে তীব্র তাপপ্রবাহের আভাস, হতে পারে ঘূর্ণিঝড়

একদিন আগে ঈদ করায় সৌদিকে কাফফারা দেওয়ার প্রস্তাব!

ভয়ে রাফা ছাড়ছেন হাজার হাজার ফিলিস্তিনি

মাদারীপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৪

সবাই মিলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে: খালেদা জিয়া

চীন সফর বর্তমান সরকারের একটি বড় সাফল্য: মির্জা ফখরুল

শহীদ সুজয়ের কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য শিশির

নবীনগর প্রেসক্লাবে ঈদ শুভেচ্ছা ও মত বিনিময় অনুষ্ঠিত