ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন হামজা-জামাল
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে আজ (সোমবার) পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এই সময়ে বাংলাদেশ পুরুষ ও নারী ফুটবল দলের খেলোয়াড়রা নিজেদের মতো করে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। লাল-সবুজ জার্সিতে কয়েকদিন আগেই অভিষেক ম্যাচ খেলেছেন হামজা চৌধুরী। বর্তমানে তিনি অবস্থান করছেন ইংল্যান্ডে। নিজের মতো করে ঈদ উদযাপন করছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়াও। দুজনই দেশের ফুটবল-ভক্তসহ সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক ভিডিওতে ঈদের ছুটিটা যেন ভালো কাটে এবং সৃষ্টিকর্তার কাছে সবার মঙ্গল কামনা করে বার্তা দিয়েছেন জাতীয় দলের দুই তারকা ফুটবলার।
বাফুফের ভিডিওতে হামজা চৌধুরি বলেন, ‘আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবার মঙ্গল করুন। আপনাদের সঙ্গে শিগগিরই দেখা হবে ইনশা-আল্লাহ।’
শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামালও, ‘ঈদ মোবারক। আশা করি পরিবারের সঙ্গে সবাই সময়টা উপভোগ করছেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।’
প্রসঙ্গত, গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলেছিল বাংলাদেশ। গোলশূন্য সমতা নিয়ে শেষ হওয়া সেই ম্যাচে জামাল একাদশে না থাকলেও, নিজের বাংলাদেশ অধ্যায়ের শুরুতেই ঝলক দেখিয়েছেন হামজা। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে। ওই ম্যাচ খেলতে পুনরায় বাংলাদেশে আসার কথা রয়েছে হামজার। এর ভেতর দেশের অন্য ফুটবলাররা অংশ নেবেন ঘরোয়া ফুটবল প্রতিযোগিতায়।