সব প্রতিকূলতা সত্ত্বেও ঐক্য অটুট রাখতে হবে: ড. ইউনূস
আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, সব প্রতিকূলতার সত্ত্বেও সেই ঐক্য অটুট রাখতে হবে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (৩১ মার্চ) জাতীয় ঈদগাহ ঈদুল ফিতরের নামাজের পর দেওয়া এক বক্তব্যে এ কথা বলেন তিনি।
ড. ইউনূস বলেন, ‘যে নৈকট্য এবং ঐক্য আমরা শুরু করলাম তা নিয়ে যেন আমরা সামনে এগিয়ে যেতে পারি। অবশ্যই যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদের স্বপ্ন পূরণ করবই। আমরা নতুন বাংলাদেশ গঠন করবই, ইনশাল্লাহ।’
শুভেচ্ছা বক্তব্যে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে প্রতিটি বাজারে প্রতিটি গঞ্জে শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। যারাই যেখানে ঈদের জামাতে শরিক হয়েছেন সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। যারা ঈদের জামাতে শরিক হওয়ার সুযোগ পাননি তাঁদেরও ঈদ মোবারক। আমাদের মা-বোনেরা যারা ঘরে আছেন তাঁদেরও ঈদ মোবারক। আমাদের প্রবাসী শ্রমিকেরা যারা সারা বছর কষ্ট করেছেন আমরা জাতির পক্ষ থেকে তাঁদেরও ঈদ মোবারক জানাচ্ছি। যারা হাসপাতালে আছেন, রোগী, তাঁদেরও ঈদ মোবারক।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘ঈদ দূরত্ব ঘোচানোর, নৈকট্য, ভালোবাসার দিন। দিনটি যেন ভালোভাবে উদযাপন করতে পারি,আজকে ঐক্য গড়ে তোলার দিন। আমরা স্থায়ীভাবে ঐক্য গড়ে তুলতে চাই।’
জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টা ছাড়াও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্যে দিয়ে দুই ঘণ্টা আগে থেকেই মুসল্লিরা রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশ করেছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, পল্টন মোড়, মৎস্য ভবন এবং হাইকোর্টের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে মুসল্লিরা ঈদগাহ ময়দানে প্রবেশ করেছেন। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রান্তেও দীর্ঘ লাইন ছিল।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমাম হিসেবে এ জামাতে দায়িত্ব পালন করেন এবং ক্বারী হিসেবে ছিলেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান।