বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সব প্রতিকূলতা সত্ত্বেও ঐক্য অটুট রাখতে হবে: ড. ইউনূস

news-image

আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে,‌ সব প্রতিকূলতার সত্ত্বেও সেই ঐক্য অটুট রাখতে হবে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (৩১ মার্চ) জাতীয় ঈদগাহ ঈদুল ফিতরের নামাজের পর দেওয়া এক বক্তব্যে এ কথা বলেন তিনি।

ড. ইউনূস বলেন, ‘যে নৈকট্য এবং ঐক্য আমরা শুরু করলাম তা নিয়ে যেন আমরা সামনে এগিয়ে যেতে পারি। অবশ্যই যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদের স্বপ্ন পূরণ করবই। আমরা নতুন বাংলাদেশ গঠন করবই, ইনশাল্লাহ।’

শুভেচ্ছা বক্তব্যে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে প্রতিটি বাজারে প্রতিটি গঞ্জে শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। যারাই যেখানে ঈদের জামাতে শরিক হয়েছেন সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। যারা ঈদের জামাতে শরিক হওয়ার সুযোগ পাননি তাঁদেরও ঈদ মোবারক। আমাদের মা-বোনেরা যারা ঘরে আছেন তাঁদেরও ঈদ মোবারক। আমাদের প্রবাসী শ্রমিকেরা যারা সারা বছর কষ্ট করেছেন আমরা জাতির পক্ষ থেকে তাঁদেরও ঈদ মোবারক জানাচ্ছি। যারা হাসপাতালে আছেন, রোগী, তাঁদেরও ঈদ মোবারক।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘ঈদ দূরত্ব ঘোচানোর, নৈকট্য, ভালোবাসার দিন। দিনটি যেন ভালোভাবে উদযাপন করতে পারি,আজকে ঐক্য গড়ে তোলার দিন। আমরা স্থায়ীভাবে ঐক্য গড়ে তুলতে চাই।’

জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টা ছাড়াও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্যে দিয়ে দুই ঘণ্টা আগে থেকেই মুসল্লিরা রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশ করেছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, পল্টন মোড়, মৎস্য ভবন এবং হাইকোর্টের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে মুসল্লিরা ঈদগাহ ময়দানে প্রবেশ করেছেন। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রান্তেও দীর্ঘ লাইন ছিল।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমাম হিসেবে এ জামাতে দায়িত্ব পালন করেন এবং ক্বারী হিসেবে ছিলেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান।

এ জাতীয় আরও খবর

লোহাগাড়ায় দুর্ঘটনা: পরিচয় মিলল নিহত ১০ জনের

লন্ডনে খালেদা জিয়ার ‘পূর্ণাঙ্গ’ স্বাস্থ্য পরীক্ষা শুরু

আইপিএলের মাঝপথে রাজস্থানের অধিনায়কত্বে পরিবর্তন!

কোস্টারিকার নোবেলজয়ী সাবেক প্রেসিডেন্টের মার্কিন ভিসা বাতিল

নবীনগর প্রেসক্লাবে প্রফেসর ড. মির্জা হাসানুজ্জামান ও প্রফেসর ড. কামরুন্নাহার এর মতবিনিময়

পরমদা ইমরান হাশমির মতো চুমু খায়, বনির আপত্তি ছিল : কৌশানী

সালমানের ‘সিকান্দার’ বয়কটের ডাক: কমে গেল ৩২ শতাংশ শো

শুক্রবার থেকে ঢাকাসহ সাত বিভাগে বৃষ্টির আভাস

রপ্তানি ও রেমিট্যান্সে স্বস্তি, কমলো বাণিজ্য ঘাটতি

বাংলাদেশের মতো অভ্যুত্থানের শঙ্কা ভারতেও

স্থানীয় পর্যায়ে বিএনপির নেতৃত্বের নিয়ন্ত্রণ নেই: এনসিপি

পরাজিত শক্তি দেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে: রিজভী