খালেদা জিয়াকে নিয়ে পার্কে ঘুরলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক : মা বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের পার্কে ঘুরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২ এপ্রিল) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ঘুরতে দেখা গেছে।
ওই ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে থাকা মায়ের সঙ্গে হেঁটে বেড়াচ্ছেন ছেলে তারেক রহমান। খালেদা জিয়াকে হুইল চেয়ারে বসিয়ে তার একান্ত সহকারী সচিব মো. মাসুদুর রহমান পার্কে ঘুরাচ্ছেন। পাশেই পরিবারসহ হাঁটছেন তারেক রহমান। সামনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন।
প্রায় ৬ বছর পর এবার নিজ পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ঈদের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানে পুত্রবধূ জুবাইদা রহমান ও বড় নাতনি জাইমা রহমানের সঙ্গে খালেদা জিয়াকে দেখা যায়।
গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া। ৮ জানুয়ারি হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় তাকে। টানা ১৮ দিন চিকিৎসা শেষে ২৫ জানুয়ারি হাসপাতাল থেকে তারেক রহমানের লন্ডনের বাসায় ফেরেন খালেদা জিয়া। এই মুহূর্তে তিনি সেখানেই অবস্থান করছেন।
ডা. এজেডএম জাহিদ হোসেনের ভাষ্যমতে, শারীরিকভাবে মোটামুটি সুস্থ আছেন খালেদা জিয়া। সবকিছু ঠিক থাকলে এপ্রিলের মাঝামাঝিতে দেশে ফিরবেন তিনি।