শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

কোস্টারিকার নোবেলজয়ী সাবেক প্রেসিডেন্টের মার্কিন ভিসা বাতিল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী কোস্টারিকার সাবেক প্রেসিডেন্ট অস্কার আরিয়াসের ভিসা বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক ই-মেইল বার্তায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভিসা বাতিলের তথ্য তাকে জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। বুধবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

অস্কার আরিয়াস বলেছেন, তার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করা হয়েছে। কোস্টারিকার দুই বারের এই প্রেসিডেন্ট ১৯৮৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। মধ্য-আমেরিকায় গৃহযুদ্ধের অবসানে তার প্রচেষ্টার জন্য নোবেল কর্তৃপক্ষ তাকে শান্তির পুরস্কার দেয়।

কোস্টারিকার সাবেক এই প্রেসিডেন্ট বলেছেন, মঙ্গলবার সকালের দিকে তার মার্কিন পর্যটক ও ব্যবসায়িক ভিসা বাতিল করার তথ্য ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।

তবে যুক্তরাষ্ট্র কেন তার ভিসা বাতিল করেছে তা পুরোপুরি পরিষ্কার নয়। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী প্রত্যাবাসন ও শুল্ক যুদ্ধের একজন কট্টর সমালোচক অস্কার আরিয়াস।

তিনি কোস্টারিকার বর্তমান ক্ষমতাসীন প্রেসিডেন্ট রদ্রিগো চ্যাভেসেরও সমালোচনা করেন। চ্যাভেসের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আরিয়াস কোস্টারিকার প্রেসিডেন্ট চ্যাভেসের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ওয়াশিংটনের কাছ থেকে পাওয়া আদেশ অনুযায়ী দেশ শাসনের অভিযোগ করেছেন।

কোস্টারিকার স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সাবেক প্রেসিডেন্ট অস্কার আরিয়াস ছাড়াও কোস্টারিকান কয়েকজন আইনপ্রণেতারও মার্কিন ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন।

মধ্য-আমেরিকার দেশগুলোর সাবেক প্রেসিডেন্টের মধ্যে আরিয়াসই প্রথম ব্যক্তি নন যে, যার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। অতীতে ওই অঞ্চলের দেশগুলোর অন্যান্য নেতাদেরও দুর্নীতির অভিযোগ ওঠার পর ভিসা বাতিল করেছিল যুক্তরাষ্ট্র।

মার্কিন ভিসা বাতিলের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে ৮৪ বছর বয়সী অস্কার আরিয়াস বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্রের একটি দৃষ্টান্ত। কিন্তু আজ দেশটির গণতন্ত্রে স্বৈরাচারের বৈশিষ্ট্য রয়েছে। সূত্র: এএফপি।

 

এ জাতীয় আরও খবর

মসজিদের সাইনবোর্ডে ‘জয় বাংলা’ কাণ্ডে আটক ১

ইউক্রেন যুদ্ধে মারা গেলেন ময়মনসিংহের ইয়াসিন

৫০ আসন থেকে নির্বাচনে অংশ নেবে এবি পার্টি

ভারতীয় মিডিয়া মিথ্যা বলার জন্য চ্যাম্পিয়ন: স্বরাষ্ট্র উপদেষ্টা

উপদেষ্টাদের নিয়ে বুলুর বিস্ফোরক মন্তব্য!

বঙ্গোপসাগরের সবচেয়ে দীর্ঘ উপকূলরেখা ভারতেরই: জয়শঙ্কর

ব্যাংককে ড. ইউনূস-মোদি বৈঠক আজ

ব্লকবাস্টার সিনেমাসে বাড়ানো হয়েছে ‘বরবাদের’ শো

সাত দিনে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৩৪১

জুলাই-আগস্টের গণহত্যা: বিচার বানচালে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে

এসএসসি পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই : শিক্ষাবোর্ড

শুল্ক বাড়ানোর ঘোষণা: বাংলাদেশের নাম উচ্চারণ করে এক বাক্যে যা বললেন ট্রাম্প