শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান ড. ইউনূস

news-image

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বঙ্গোপসাগর অঞ্চলে বহুখাতীয়, কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ) বা সংক্ষেপে বিমসটেক। এটি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় কয়েকটি দেশকে নিয়ে গঠিত একটি আঞ্চলিক জোট। বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উচ্চপর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমান।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান। তাই সব দেশের প্রধানদের সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা দরকার।’

বিমসটেকের সম্মেলনে প্রথম দিন ইয়ুথ কনফারেন্সে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। পরের দিন সম্মেলনে বক্তব্য রাখবেন। এ ছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সম্মেলনে তিনটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

আগামীকাল ৩ এপ্রিল সকাল ৯টায় ব্যাংককের উদ্দেশে রওনা দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ৪ এপ্রিল রাত ৮টায় তিনি দেশে ফিরবেন।

এর আগে, গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জোটের মহাসচিব ও রাষ্ট্রদূত ইন্দ্র মণি পাণ্ডের সাক্ষাৎ হয়।

এই সাক্ষাতের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের অর্থনৈতিক সহযোগিতাবিষয়ক জোট বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হবে বাংলাদেশ।

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এ জোটের আসন্ন শীর্ষ সম্মেলনের পর বাংলাদেশ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবে। ২০২২ সালের মার্চ থেকে এ দায়িত্বে রয়েছে থাইল্যান্ড। বাংলাদেশ এর আগে ১৯৯৭ থেকে ১৯৯৯ এবং ২০০৫ থেকে ২০০৬ সালে এ দায়িত্ব পালন করে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব সাত জাতির এ জোটের কার্যক্রমে নতুন প্রাণ সঞ্চার হবে বলে বিমসটেক মহাসচিব আশা প্রকাশ করেন।

এ জাতীয় আরও খবর

মসজিদের সাইনবোর্ডে ‘জয় বাংলা’ কাণ্ডে আটক ১

ইউক্রেন যুদ্ধে মারা গেলেন ময়মনসিংহের ইয়াসিন

৫০ আসন থেকে নির্বাচনে অংশ নেবে এবি পার্টি

ভারতীয় মিডিয়া মিথ্যা বলার জন্য চ্যাম্পিয়ন: স্বরাষ্ট্র উপদেষ্টা

উপদেষ্টাদের নিয়ে বুলুর বিস্ফোরক মন্তব্য!

বঙ্গোপসাগরের সবচেয়ে দীর্ঘ উপকূলরেখা ভারতেরই: জয়শঙ্কর

ব্যাংককে ড. ইউনূস-মোদি বৈঠক আজ

ব্লকবাস্টার সিনেমাসে বাড়ানো হয়েছে ‘বরবাদের’ শো

সাত দিনে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৩৪১

জুলাই-আগস্টের গণহত্যা: বিচার বানচালে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে

এসএসসি পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই : শিক্ষাবোর্ড

শুল্ক বাড়ানোর ঘোষণা: বাংলাদেশের নাম উচ্চারণ করে এক বাক্যে যা বললেন ট্রাম্প