নবীনগর প্রেসক্লাবে প্রফেসর ড. মির্জা হাসানুজ্জামান ও প্রফেসর ড. কামরুন্নাহার এর মতবিনিময়
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন প্রগতি -নবীনগর উপজেলা পাবলিকিয়ানের সহযোগিতায় নবীনগর প্রেসক্লাবে বুধবার বিকেলে তৃতীয় দিনের ঈদ আড্ডায় আমন্ত্রিত অতিথি হিসেবে মিলিত হন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ও গবেষক ড. মির্জা হাসানুজ্জামান, কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল বোটানি ডিপার্টমেন্টের প্রফেসর ড. কামরুন্নাহার।
প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে ও শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, সাধারণ সম্পাদক মোস্তাক আহাম্মদ উজ্জ্বল, সহ-সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাংবাদিক নজরুল ইসলাম শাহজাদা, সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম, প্রগতি সংগঠনের প্রতিষ্ঠানকালীন সভাপতি মাশফিকুল হোসেন নোহাশ, সভাপতি ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনতাসীর মহিউদ্দিন শান্ত প্রমুখ। এসময় প্রেসক্লাবের সাংবাদিক ও ‘প্রগতি’ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।