ফিরতি যাত্রায়ও বাসে-ট্রেনে স্বস্তি
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে ধীরে ধীরে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। তবে বাসে-ট্রেনে এখনো উপচে পড়া ভিড় দেখা যায়নি।
বুধবার (২ এপ্রিল) দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ফেরা যাত্রীরা তাদের নির্বিঘ্ন যাত্রার কথা জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সড়ক-মহাসড়কে যানজট না থাকায় দূরের জেলাগুলো থেকে দ্রুততম সময়ে ঢাকায় ফিরতে পেরে স্বস্তির কথাও বলেন অনেকে। রেলযাত্রায় শিডিউল বিপর্যয় না থাকলেও কিছু স্টেশনে অতিরিক্ত সময় দাঁড়ানো কয়েকটি ট্রেন কিছুটা বিলম্বে ঢাকা রেলস্টেশনে এসে পৌঁছেছে।
এদিন দুপুরে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে কথা হয় ইব্রাহীম খলিলের সঙ্গে। লালমনি এক্সপ্রেসে করে তিনি ফিরেছেন লালমনিরহাট থেকে। তিনি বলেন, ‘এবার ঈদযাত্রায় কোনো ভোগান্তি পোহাতে হয়নি। ট্রেন কিছু কিছু স্টেশনে একটু বেশি সময় দাঁড়িয়েছে। তবে সেটা বড় বেশি ভোগায়নি।’
মৌলভীবাজারের শমসেরনগর থেকে কালনী এক্সপ্রেসে ঢাকায় ফেরেন তাবাসসুম আরজু। তিনি বলেন, ‘এক বন্ধুর অনুরোধে চা-বাগানে ঈদ আনন্দ উদযাপন করে ফিরছি। ভাগ্য ভালো ট্রেনের টিকিট পেয়েছিলাম। সড়ক পথের ঝক্কি পোহাতে হয়নি।’
চট্টগ্রাম থেকে চট্টলা এক্সপ্রেসে ফিরেছেন প্রকৌশলী সব্বির আহমেদ নাহিদ। তিনি বলেন, ‘আমি সাধারণত বাসেই যাতায়াত করি। এবার ভাবলাম, পরিবার নিয়ে ট্রেনে ঢাকায় ফিরব। ফিরতি যাত্রার টিকিট পেতে একটু কষ্ট হয়েছে। তবে সবাই টিকিট পেয়েছি। ট্রেনে পুরোনো বন্ধুদের সঙ্গেও দেখা হলো। ভালো লেগেছে।’
কমলাপুর রেলস্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানান, বুধবার সবমিলিয়ে ১৫টি আন্তনগর ট্রেন বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় এসেছে। ট্রেনগুলোর কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি।
এদিকে আন্তনগর ট্রেন ছাড়াও সবগুলো মেইল ও কমিউটার ট্রেন চলাচল করেছে বুধবার। এদিন সকাল ১০টায় নকশিকাঁথা কমিউটার ট্রেনে ঝিনাইদহের মোবারকগঞ্জ থেকে ফিরেছেন আসলাম তালুকদার। তিনি বলেন, ‘আন্তনগর ট্রেনের টিকিট কোনোভাবেই কাটতে পারিনি। অগত্যা আমাকে কমিউটার ট্রেনে ফিরতে হয়েছে। রাতের ট্রেন হওয়ায় তেমন যাত্রী ছিল না। সময় একটু বেশি লাগলেও যাত্রাপথে তেমন ভোগান্তি পোহাতে হয়নি।’
আখাউড়া থেকে তিতাস কমিউটারে ঢাকায় ফেরা যাত্রী ফরহাদ হোসেন বলেন, ‘ভোরে সপরিবারে ট্রেনেই ফিরেছি। একটু আগেভাগেই ফিরে এলাম। কেননা পরের সপ্তাহ থেকে ট্রেনে আবার চাপ বাড়বে।’
এদিকে রাজধানীর মহাখালী, সায়েদাবাদ ও ফুলবাড়িয়া আন্তজেলা বাস টার্মিনাল এলাকা ঘুরে দেখা গেছে, যাত্রীদের তেমন চাপ নেই। অনেক বাস কাউন্টারও বন্ধ। সায়েদাবাদে ঢাকা-খুলনা রুটের মধুমতি পরিবহন ও ঢাকা-রায়েন্দা রুটের হামীম পরিবহনের কাউন্টারম্যানদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফিরতি যাত্রায় এখনো চাপ নেই বাসে। এবার ঈদে লম্বা ছুটি পাওয়ায় অনেক যাত্রী ফিরবেন এপ্রিলের মাঝামাঝি সময়ে। এখন যারা ফিরছেন, তারা কর্মক্ষেত্রের কারণে নতুবা সন্তানদের পড়াশোনার তাগিদে ফিরেছেন।
সায়েদাবাদ মোড়ে কথা হয় মাহিমা হোসেনের সঙ্গে। বাগেরহাটের রায়েন্দা থেকে ফিরেছেন তিনি। তিনি জানান, যাত্রাপথে আঞ্চলিক সড়কে অটোরিকশার কারণে কিছুটা যানজট তৈরি হলেও মহাসড়কের যাত্রা ছিল নির্বিঘ্ন।
পরে তিনি বলেন, ‘সামনের সপ্তাহেই বাচ্চা দুটোর পরীক্ষা। তাই আগেভাগে ফিরেছি।’
ফুলবাড়ীয়া বাস টার্মিনাল এলাকায় কথা হয় গোপালগঞ্জ থেকে আসা যাত্রী হাসান আদিল সিদ্দিকীর সঙ্গে। বহুজাতিক প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ বিভাগে কর্মরত আদিল বলেন, ‘অফিসের ছুটি শেষ। আজই আমাকে জয়েন করতে হবে। তাই সকাল সকাল ফিরেছি। যাত্রাপথে কোথাও কোনো সমস্যা হয়নি।’