আগে নির্বাচন পরে সংস্কার তা কখনো বলিনি: মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি : আমরা কখনোই বলিনি যে আগে নির্বাচন তার পরে সংস্কার, এটা যদি কেউ বলে থাকে তাহলে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘আমরা কখনোই এ কথা বলিনি যে আগে নির্বাচন তার পরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে তাহলে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলছি যে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য নূন্যতম যে সংস্কারগুলো দরকার সেটা করতে হবে। আপনার একটা জিনিস ভুলে যাচ্ছেন কেন, সংস্কারের দাবি তো আমাদের। ২০১৬ সালে ভিশন ২০২০-৩০ প্রথম আমাদের ম্যাডাম দিয়েছিলেন। আমাদের রাষ্ট্রব্যবস্থায় যে পরিবর্তনগুলো করা দরকার সে কথাগুলো আমরা তখনই বলেছি। আমরা তখন যেগুলো বলেছি সেগুলোই এখন আসছে।’
বুধবার (২ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
সংস্কারের সঙ্গে নির্বাচনের কোনো পার্থক্য নেই মন্তব্য করে তিনি বলেন, ‘যে কথাটা আমরা বলতে চেষ্টা করি হয়তো বোঝাতে পারি না। অথবা ইচ্ছাকৃতভাবে আপনারা বোঝেন না। অথবা ইচ্ছাকৃতভাবে ভিন্নভাবে ব্যাখ্যা করতে চান। বিএনপিকে টার্গেট করে একটা জিনিস প্রচারণা করা হচ্ছে, বিএনপি আগে নির্বাচন চায় পরে সংস্কার চায়। অথবা সংস্কার চায় না, নির্বাচন চায়। আমি পরিষ্কার করে বলছি, এটি একটি ভ্রান্ত ধারণা সৃষ্টি করা হচ্ছে জনগণের মধ্যে। আমরা বারবার বলছি আমরাই সংস্কারের প্রবক্তা। আমরাই সংস্কার চেয়েছি।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা এসেছেন সংস্কারে অনেক জ্ঞানী মানুষ পণ্ডিত মানুষ। তাদেরকে আমরা অনেক শ্রদ্ধা করি। তারা যদি জনগণের বাইরে গিয়ে কিছু করেন আমরা সেটাকে সমর্থন করতে পারব না।
এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।