নবীনগর সার্বজনীন গ্রুপের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিন : বীনগর সার্বজনীন গ্রুপের উদ্যোগে যুব উদ্যোক্তাদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ রবিবার বিকেলে সর্বজনীন গ্রুপ কার্যালয়ে অর্ধশত যুব উদ্যোক্তাদের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান ও নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, প্রেসক্লাব সদস্য ও সার্বজনীন চ্যারিটেবল ট্রাস্ট এর পরিচালক মোহাম্মদ আবু কাওছার,প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী, বাংলাদেশ সান জাপানি ট্রেনিং সেন্টার ম্যানেজিং ডিরেক্টর আব্দুল হান্নান,অজয় মুখার্জি প্রমূখ।