নবীনগরে সিএনজি ভাড়া কমিয়ে আনার পক্ষে সম্মতি জানিয়েছেন সিএনজি কর্তৃপক্ষ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : নবীনগরে নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অবহিতকরণ সভায় সিএনজি ভাড়া কমিয়ে আনার পক্ষে সম্মতি জানিয়েছেন সিএনজি কর্তৃপক্ষ। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে যাত্রি ভোগান্তি নিরসনে নবীনগর টু ব্রাহ্মণবাড়িয়া কাউতলী পর্যন্ত বাস সার্ভিস চালু করণ সংক্রান্ত অবহিতকরণ সভা রবিবার বেলা ১১ টার দিকে আলিয়াবাদ গোল চত্বরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই অবহিতকরণ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি )আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, নবীনগর সিএনজি সমিতির সভাপতি মুসলিম উদ্দিন মৃধা, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, হযরত আলী,
আশরাফ হোসেন রুবেল প্রমূখ।
সভাই বক্তারা জনগণের দুর্ঘোভ লাঘবে বাস সার্ভিস চালু করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে ১২০ টাকার সিএনজি ভাড়া কমিয়ে আনার পক্ষে সম্মতি জানিয়েছেন সিএনজি কর্তৃপক্ষ।