বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আমরা দিল্লির গোলামকে বিদায় করেছি: সামান্তা

news-image

ভোলা প্রতিনিধি : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন বলেছেন, আমরাই দেশের রাজনৈতিক পরিস্থিতি ওভারকাম করব কারন আমরাই সেই শক্তি যারা দিল্লির গোলামকে বিদায় করেছি। তার ফ্যাসিস্ট কাঠামোকেও আমরা বিদায় করব।

তিনি বলেন, বাংলাদেশে মানুষের অভাব ও চাহিদা আমাদেরই পূরন করতে হবে। দেশে দুদক, নির্বাচন কমিশনসহ যত সাংবিধানিক প্রতিষ্ঠান আছে তারা আমাদের ট্যাক্সের টাকায় বেতন পেয়েছিলো। কিন্ত তারা আমাদের পক্ষে একটা কথাও বলেনি। তারা ফ্যাসিস্ট খুনি হাসিনার পক্ষে তেলবাজি ও তাঁবেদারি করেছে।

শনিবার (২৯ মার্চ) ভোলা জেলা পরিষদ হলরুমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ, শহীদ ও আহত পরিবারবর্গ, ছাত্র-জনতা, শ্রমিক, পেশাজীবি ও বিশিষ্টনাগরিকগনের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। এদের আর বাংলাদেশের মাটিতে জায়গা দেওয়া হবেনা। আওয়ামী লীগে একটি ফ্যাসিস্ট ও গণবিরোধী, দক্ষিণ এশিয়ায় সবচেয় বড় সন্ত্রাসী দল এবং এদলের বিচার আন্তর্জাতিক আদালতে হতে হবে। আন্তর্জাতিক আদালতে আওয়ামীলীগের বিচার না হওয়া পর্যন্ত দেশে রাজনৈতিক সুষ্ঠু পরিবেশ ফিরে আসবেনা।

তরুণ এই ছাত্র নেতা বলেন, বাংলাদেশ পুনর্গঠনের যে প্রস্তাব আমাদের সামনে এসে দাঁড়িয়েছে বাংলাদেশের ছাত্র-জনতা সেটা সফল করে ছাড়বে। ছাত্র-জনতা বাংলাদেশের মানুষের কাছে প্রতিজ্ঞা করেছে বাংলাদেশে একটি নতুন সংবিধান প্রয়োজন। কারণ বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, দারিদ্র্যতা ও অসহায়ত্ব আছে সেটি সংবিধান থেকে শুরু হয়। সংবিধান পরিবর্তন না হলে বাংলাদেশের মানুষের স্থায়ী পরিবর্তন সম্ভব নয়।

তিনি বলেন, গত ১৫ বছর বাংলাদেশে একটি দলই রাজত্ব কায়েম করেছে। গত ৫ আগস্ট বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে বিতাড়িত করেছে ছাত্র-জনতা। কিন্ত আমরা দেখতে পাচ্ছি পুরো ক্রেডিট নিয়ে নেওয়ার জন্য কিছু পক্ষ নিজেদেরকে গুছিয়ে নিয়েছে। যাদেরকে গত ১৫ বছর খুঁজে পাওয়া যায়নি। তারা এখন বড় বড় কথা বলছে। তাদেরকে দেখছি এলাকায় চাঁদাবাজি করতে। তাদেরকে দেখছি এলাকায় ত্রাস সঞ্চার করতে। কিন্ত এই বাংলাদেশের ছাত্র জনতা ঘোষণা দিতে চায় বাংলাদেশে লুটপাট আর সন্ত্রাস মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, অনেকেই বলতে চায় গণপরিষদ নির্বাচন কী তারা কেউ বোঝেন না। আমরা বলতে চাই, যখন বাংলাদেশে আধুনিক প্রযুক্তি আসে নাই তখন ১৯৭০ সালে গণপরিষদ নির্বাচন হয়েছিল। এখন এই আধুনিক যুগে কেন মানুষ গণপরিষদ নির্বাচন বুঝবে না? তারা কী আমাদের অপমান করতে চায়? এই অপমানের শোধ আমরা আবার নেব। গণপরিষদের মাধ্যমে আমরা এই সংবিধান পরিবর্তন করব। সেই সাথে পুরো ফ্যাসিস্ট কাঠামোর বিলোপ করব।

এসময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মাহাবুব আলম, ঢাকা মহানগর দক্ষিনের সদস্য হাসান মাহামুদ, চরফ্যাশন উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওহিদ ফয়সালসহ এনসিপির নেতাকর্মী ও সমর্থকরা।

এর আগে সামান্তা শারমিন ঢাকা থেকে লঞ্চযোগে ঢাকা ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া ঘাটে নামেন এবং চরফ্যাশন, লালমোহন, বোরহানউদ্দিনে, বাংলাবাজারে নতুন রাজনৈতিক বন্ধোবস্ত বাস্তবায়নের লক্ষে এবং নিহত শহীদ ও আহতদের স্মরনে পথসভা করেন।

এ জাতীয় আরও খবর

লোহাগাড়ায় দুর্ঘটনা: পরিচয় মিলল নিহত ১০ জনের

লন্ডনে খালেদা জিয়ার ‘পূর্ণাঙ্গ’ স্বাস্থ্য পরীক্ষা শুরু

আইপিএলের মাঝপথে রাজস্থানের অধিনায়কত্বে পরিবর্তন!

কোস্টারিকার নোবেলজয়ী সাবেক প্রেসিডেন্টের মার্কিন ভিসা বাতিল

নবীনগর প্রেসক্লাবে প্রফেসর ড. মির্জা হাসানুজ্জামান ও প্রফেসর ড. কামরুন্নাহার এর মতবিনিময়

পরমদা ইমরান হাশমির মতো চুমু খায়, বনির আপত্তি ছিল : কৌশানী

সালমানের ‘সিকান্দার’ বয়কটের ডাক: কমে গেল ৩২ শতাংশ শো

শুক্রবার থেকে ঢাকাসহ সাত বিভাগে বৃষ্টির আভাস

রপ্তানি ও রেমিট্যান্সে স্বস্তি, কমলো বাণিজ্য ঘাটতি

বাংলাদেশের মতো অভ্যুত্থানের শঙ্কা ভারতেও

স্থানীয় পর্যায়ে বিএনপির নেতৃত্বের নিয়ন্ত্রণ নেই: এনসিপি

পরাজিত শক্তি দেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে: রিজভী