নবীনগরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের মাঝে চেক ও ঈদ উপহার বিতরণ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে জুলাই আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের মাঝে চেক ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৪জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের মাঝে জেলা পরিষদ কর্তৃক আর্থিক সহায়তার চেক ২ লক্ষ টাকা করে ৪ জনকে ৮ লক্ষ টাকা এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন হতে ৫ জনকে ঈদ উপহার নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী শহীদ পরিবারের সদস্যদের হাতে তুলে দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, নবীনগর পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ শুকুর খান। শহীদ পরিবারের পক্ষে আর্থিক সহায়তার চেক এবং ঈদ উপহার গ্রহণ করেন রফিকুল ইসলামের মাতা সুফিয়া বেগম, কামরুল মিয়ার পিতা নান্নু মিয়া, তানজিল মাহমুদ সুজয়ের মাতা তাহমিনা আক্তার, মোহাম্মদ জাহিদ হোসেনের পিতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।