শাকিবের জন্মদিনেও চললো দুই স্ত্রীর খোঁচাখুচি!
বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান বহু সাক্ষাৎকারে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিজের প্রাক্তন স্ত্রী বলেই দাবি করেছেন। শুধু তাই নয়, এই দুই নায়িকার সঙ্গেই ভবিষ্যতে তার নতুন কোনো সম্পর্কের সুযোগ নেই বলেও জানিয়েছেন।
তবে অপু-বুবলীর ক্ষেত্রে বরাবরই দেখা গেছে ভিন্ন চিত্র। তারা দুজনেই এখনও শাকিবকে নিজের স্বামী বলেই দাবি করেন। বিশেষ দিনগুলোতে নায়ককে নিয়ে নানা স্মৃতি ও রোমাঞ্চে ভাসেন।
এবারও দেখা গেল তেমনই এক চিত্র। শুক্রবার (২৮ মার্চ) ছিলো শাকিব খানের ৪৬তম জন্মদিন। প্রিয় নায়কের জন্মদিনে ভক্তদের পাশাপাশি তাকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন ‘সাবেক’ দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী।
স্বামীকে উইশ করলেও বরাবরের মতোই বুবলীকে খোঁচা মারতে ভোলেননি অপু বিশ্বাস। জন্মদিনে বাবার সঙ্গে ছেলে বীরের কেক কাটার কিছু ছবি পোস্ট করে বুবলী লিখেছেন, ‘পুরো মার্চ মাসটাই বাবা ছেলে নিয়ে নিয়েছে জন্মদিনের সেলিব্রেশনে, মনে হয় যেনো এস কে (শাকিব খান ও শেহজাদ খানের নামের আদ্যাক্ষর) মাস।’
সেই ছবিতে দেখা যাচ্ছে, তারকা বাবার জন্য স্টার শেপের একটি কেক বানিয়ে নিয়ে গেছেন বীর। আর তাতে লেখা ‘হ্যাপী বার্থডে ড্যাডি। আমাদের মেগাস্টার।’
বীর ও শাকিবকে নিয়ে বুবলীর সেই ক্যাপশনের জবাবেই পাল্টা খোঁচা মারলেন অপু বিশ্বাস। ছেলের চোখে বাবাকে যে কোন সুপারস্টার, মেগাস্টার কিংবা অন্য কোন বিশেষন নন সে কথা বলেই বুবলীকে খোঁচাটা মেরেছেন অভিনেত্রী।
অপু বিশ্বাস ছেলে জয় ও শাকিব খানের কেক কাটার মুহূর্তের ছবি শেয়ার করে লিখেছেন, ‘সন্তানের কাছে তার বাবা সুপারস্টার কিংবা সেলিব্রিটি না, বাবা ছেলে এক অন্যরকম বন্ধন। যাকে বলে আত্মার বন্ধন। শুধুমাত্র দোয়া আর ভালোবাসায় ভরিয়ে দিন। বাবা ছেলে খুনসুটিতে মেতে ছিল জন্মদিনের সারাটা দিন।’
জয় তার বাবা শাকিব খানের জন্য একটি বৃত্তাকার রেড ভ্যালবেট কেক। আর তাতে লেখা ‘হ্যাপী বার্থডে আমার রাজা বাবা’।
এছাড়াও বীর যখন বাবার সঙ্গে কেক কাটছিলেন সেই মুহূর্তের ভিডিও ধারণ করেছেন বুবলী। বাবা-ছেলের মধুর মূহুর্তে যে নায়িকা সেখানে হাজির ছিলেন সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন ভিডিওর মধ্যে কিছু কথাবার্তার মাধ্যমে।
বুবলীর পর ঠিক একই কাণ্ড করতে দেখা গেল অপু বিশ্বাসকেও। এই নায়িকাও জয় ও শাকিবের কেক কাটার ভিডিও প্রকাশ করেছেন। যেখানে ক্যামেরা হাতে দাঁড়িয়ে থাকা অপু বিশ্বাসকে কথা বলতে শোনা গেছে।
প্রাক্তন দুই স্ত্রীর শুভেচ্ছাবার্তা শাকিব ভক্তরাও বেশ উপভোগ করেছেন। তাদের মতে, সন্তানের জন্য অপু-বুবলী দু’জনের সঙ্গেই শাকিবের ভালো সম্পর্ক থাকা উচিত।