নবীনগরে প্রগতির উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন প্রগতি-নবীনগর উপজেলা পাবলিকিয়ানের উদ্যোগে অর্ধশত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে নবীনগর পৌর এলাকার ফ্রেন্ডশিপ রেস্তোরাঁয় প্রগতির সভাপতি মাশফিকুল হোসেন নুহাশের সভাপতিত্বে ও রাকিব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসনের সহকারী অধ্যাপক মো. নাজমুল হক, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন শিপন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের প্রভাষক নাজিম মিনহাদ, নবীনগর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শুক্লা রানী দেব, সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য্য, ঢাকা স্কুল অব ইকোনমিকসের প্রভাষক লিটন মিয়া, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী, প্রগতির সাধারণ সম্পাদক মুনতাসীর মহিউদ্দিন শান্ত, সাংবাদিক শাহীন রেজা টিটু, সোহেল খান, শুভেন্দু চক্রবর্তী শুভ প্রমুখ।
বক্তব্য শেষে অতিথিগণ ২০২৩-২৪ সেশনে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি হওয়া অর্ধশত কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। এছাড়াও প্রগতির প্রতিষ্ঠাতা সংগঠকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে মুনাজাত ও ইফতার শেষে ২০২০-২১ সেশনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারুকুল ইসলামকে সভাপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ হাসান দিপুকে সাধারণ সম্পাদক করে প্রগতির ২০২৪-২০২৫ এর কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।