শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার-থাইল্যান্ড
আন্তর্জাতিক ডেস্ক : ৭ দশমিক ৭ ও ৬ দশমিক ৪ রিখটার স্কেলের দুটি শক্তিশালী ভূমিকম্পে মায়ানমার ও থাইল্যান্ডে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ভূমিকম্পে দেশদুটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এই ঘটনায় মায়ানমারে বেশ কয়েকটি ভবন ধসের পাশাপাশি থাইল্যান্ডে ধ্বংসস্তূপে আটকা পড়েছেন অনেকে।
যুক্তরাষ্ট্রের প্রকৃতিবিষয়ক গবেষণা সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর একটার দিকে মায়ানমারের সাগাইং অঞ্চলের ১৬ কিলোমিটার দক্ষিণে মাটির ১০ কিলোমিটার অভ্যন্তরে উৎপত্তি হয়ে আঘাত করে।
এই ভূমিকম্পে মায়ানমারের রাজধানী নাইপিদোতে বেশ কয়েকটি সড়কে বড় ফাঁটল দেখা গেছে। বেশ কিছু ভবন ধসের পাশাপাশি অনেক ভবনের দেয়ালে ফাঁটল ধরেছে।
মায়ানমারের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে কথা বলেছেন স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধার দল। তারা জানান, ক্ষয়ক্ষতি তদারক করতে রাজধানীসহ আশেপাশের এলাকায় অভিযান চলছে। তবে সার্বিক পরিস্থিতি নিয়ে স্পষ্ট কিছু এখনো বলতে পারেননি তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ফুটেজে দেখা যায়, দেশটির মান্দালায় শহরে বেশ কিছু ভবন ধসে আশেপাশে ধুলা উড়ছে।
এই ভয়াবহ ঘটনার এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, ‘ঘর নড়ছে টের পেয়ে আমরা সবাই বেরিয়ে আসি। নিজের চোখের সামনে একটা পাঁচ তলা ভবন ধূলিসাৎ হয়ে যেতে দেখলাম।’
স্থানীয় আরেক প্রত্যক্ষদর্শী চায়ের দোকান ধসে ভেতরে বেশ কয়েকজন আটকে পড়ার খবর জানালেও তাদের এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
এ ছাড়া মায়ানমারে একটি মসজিদে ভারী ক্ষতিসাধনের খবরও পাওয়া গেছে।
ভূমিকম্পের আতঙ্ক ছড়িয়ে পড়েছে থাইল্যান্ডেও। দেশটির রাজধানী ব্যাংককে ভূমিকম্প টের পেয়ে রাস্তায় মানুষজন ছুটে আসেন। শহরটির চাতুরচাক অঞ্চলে একটি নির্মাণাধীন ৩০ তলা ভবন গুড়িয়ে গেছে বলে জানা যায়। এই ঘটনায় ভবনের ভেতরে ৪৩জন নির্মাণ শ্রমিক আটকা পড়েছেন।
ভূমিকম্পের পর দেশটির মেট্রোরেল ও বেশ কয়েকটির ট্রেনের চলাচল বন্ধ রাখা হয়েছে।
এ পরিস্থিতিতে দেশে জরুরি অবস্থা জারি করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংতার্ন শিনাওয়াতরা।
মায়ানমারে ভূমিকম্পের খবর নতুন না। দেশটির ভূ-অভ্যন্তরে ‘সাগাইং ফল্ট’ থাকার দরুন এই অঞ্চল থেকে প্রায়ই ভূমিকম্পের খবর পাওয়া যায়। দেশটির ভঙ্গুর চিকিৎসাব্যবস্থার কারণে সাম্প্রতিক এই ভূমিকম্পে ভুক্তভোগীদের নিয়ে শঙ্কিত বিশ্লেষক ও স্থানীয়রা। সূত্র: আল-জাজিরা।