বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী বাজেটে ভাতা বাড়ছে: অর্থ উপদেষ্টা

news-image

বয়স্ক, বিধবাসহ বিভিন্ন ধরনের ভাতার পরিমাণ আগামী বাজেটে বাড়ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘আমাদের সম্পদ সীমিত। তারপরও ভাতা বাড়ানোর বিষয়ে চিন্তা-ভাবনা করছি। আসন্ন ২০২৫-২৬ বাজেটে এ বিষয়ে একটা ইনডিকেশন থাকবে।’ তবে ভাতা কত বাড়ছে সে বিষয়ে কোনো কিছু বলেননি তিনি।

মঙ্গলবার (২৫ মার্চ) সচিবালয়ে অর্থনীতি বিটে কর্মরত ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এসব কথা বলেন সালেহউদ্দিন আহমেদ। জুনেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দুই কিস্তির টাকা এক সঙ্গে পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, ‘দুটি শর্ত রয়েছে। এই শর্তগুলো পূরণ করতে পারব। ফলে ঋণের পরবর্তী দুই কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হবে না।’

তিনি বলেন, ‘আগামী বাজেট হবে বাস্তবভিত্তিক। বাজেট হবে সংক্ষিপ্ত। যেসব নীতি, পদক্ষেপ নেওয়া হবে, সেসবের মূল্যায়ন তুলে ধরা হবে। বেসরকারি খাতকে উৎসাহিত করার পদক্ষেপ থাকবে। কারণ ব্যবসা-বাণিজ্য ভালো হলে আয় বাড়বে। আয় বাড়লে রাজস্ব আহরণ বাড়বে।’

যোগ্য সবাইকে কর দেওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ‘সার্বিকভাবে দেশের কল্যাণে কর দেওয়া উচিত। আগামী বাজেটে কর কাঠামো যৌক্তিককরণ করা হবে। জোর দেওয়া হবে ডিজিটাইজেশনের ওপর। এলডিসি উত্তরণে প্রস্তুতি গ্রহণে উচ্চপর্যায়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। তারা এ বিষয়ে কাজ করছেন। বাজার নিয়ন্ত্রণ করা খুব কঠিন। আমরা সরবরাহব্যবস্থা সহজ করার চেষ্টা করছি।’

আইএমএফের ঋণ না নিলে কি আমাদের কোনো সমস্যা হবে?- এক সাংবাদিকের এ প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ঋণ না নিলে ভালো হতো। কিন্তু আমাদের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। এ জন্য ঋণ নিতে হচ্ছে। বাজেট প্রণয়নের ক্ষেত্রে কত রিসোর্স আছে, ঘাটতি কত- এসব দেখে ঋণ নেওয়া হয়। বিদেশি ঋণ নেওয়ার ক্ষেত্রে বিশ্বের অন্য দেশের তুলনায় সহনীয় অবস্থায় বাংলাদেশ। কাজেই উদ্বেগের কিছু নেই। কিছু দুর্বল ব্যাংক আছে। সেগুলোর অবস্থা ভালো নয়। তবে এসব ব্যাংককে টিকিয়ে রাখা হবে। আমি আশ্বস্ত করছি আমানতকারীরা তাদের সব টাকা ফেরত পাবেন।’

ভর্তুকিতে বিশাল অর্থ ব্যয় হয়- এ কথা জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এটি দিতে হবে। তা না হলে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে। কৃষিতে ভর্তুকি অব্যাহত রাখা হবে। ব্যবসা-বাণিজ্যের গতি কমে গেছে। ব্যবসায়ীদের মধ্যে ভয়ভীতি কাজ করছে। ব্যবসার জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে আগামী বাজেটে পদক্ষেপ নেওয়া হবে।’

আলোচনায় ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা সংগঠনের পক্ষ থেকে লিখিত বাজেট প্রস্তাব তুলে ধরেন। এরপর ইআরএফের সদস্যরা আলোচনায় অংশ নেন। এ সময় অর্থ সচিব ড. খায়রুজ্জামান মজুমদার, আর্থিক বিভাগের সচিব নাজমা মোবারকসহ বাজেট প্রণয়নের সঙ্গে সম্পৃক্ত অর্থ মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অর্থ সচিব ড. খায়রুজ্জামান মজুমদার বলেন, ‘সংশোধিত বাজেটে অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেওয়া হয়েছে। ভালো প্রকল্পে অর্থায়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আগামী বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দেওয়া হবে।’

আগামী বাজেটকে সামনে রেখে ২১ দফা প্রস্তাব পেশ করে ইআরএফ। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ব্যক্তিশ্রেণি করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকায় উন্নীত করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া, বেকার ভাতা চালু করা, শিক্ষা, স্বাস্থ্য ও তথ্যপ্রযুক্তি খাতে বরাদ্দ আরও বাড়ানো ও জিডিপির প্রবৃদ্ধির দিকে নজর না দিয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা ইত্যাদি।