শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রাণবন্ত হামজা, বাংলাদেশের গোল মিসের প্রথমার্ধ

news-image

ক্রীড়া প্রতিবেদক : শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সন্ধ্যার পর থেকেই কুয়াশা পড়ছে। ঘাসের মাঠ খানিকটা পিচ্ছিল হওয়ায় ম্যাচের প্রথম মিনিটেই ভুল করে বসেন ভারতীয় গোলরক্ষক বিশাল কেইত। বল ঠিকমতো ক্লিয়ার তো করতে না পারেনই-নি, উল্টো বাংলাদেশের ফরোয়ার্ডের পায়ে বল তুলে দেন। মজিবুর রহমান জনি একেবারে ফাঁকা পোস্ট পেয়েও শট নিয়েছেন সাইড জালে।

ভারতের এই ধাক্কা খানিকটা ধাতস্থ হয়ে উঠলেও বাংলাদেশ ধীরে ধীরে আক্রমণ শাণাতে থাকে। নবম মিনিটে শাকিল তপুর ক্রসে বক্সে লাফিয়ে উঠে শাহরিয়ার ইমন হেড নেন। যা পোস্টে থাকলে গোল হওয়ার সম্ভাবনা ছিল। কিছুক্ষণের মধ্যেই কর্নার আদায় করে বাংলাদেশ। মাঠের বাঁ প্রান্ত থেকে নেওয়া হামজা চৌধুরির কর্নার ভারতীয় গোলরক্ষক গ্রিপ করে দ্রুত শট নিতে গিয়ে পারেননি। বল বাধাগ্রস্ত হয়ে আবারও ভারতের পোস্টের দিকে যায়। বাংলাদেশের হৃদয়ের শট ভারতীয় ডিফেন্ডার গোললাইন থেকে ক্লিয়ার করেন।

২২ মিনিটে বাংলাদেশের অধিনায়ক তপু বর্মণ চোট পেয়ে মাঠের বাইরে চলে যান। আরেক ডিফেন্ডার রহমত মিয়া আর্মব্যান্ড নিয়ে মাঠে নামেন। বাংলাদেশের পক্ষে আজ অভিষেক হওয়া ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরি প্রথমার্ধে বেশ প্রাণবন্ত ছিলেন। বাংলাদেশের চারটি কর্নারই নিয়েছেন তিনি। প্রতিপক্ষের আক্রমণ যেমন রুখে দিয়েছেন, তেমনি বাংলাদেশের আক্রমণেও সহায়তা করেছেন। হামজার কয়েকটি থ্রু পাস বাংলাদেশের আক্রমণে সহায়তা করেছে বিশেষভাবে।

স্বাগতিক দল হলেও ভারত প্রথমার্ধে আক্রমণ ও গোলের সুযোগে বাংলাদেশের চেয়ে পিছিয়ে ছিল। অবসর ভেঙে ফেরা সুনীল ছেত্রী প্রথমার্ধে বাংলাদেশের রক্ষণে তেমন ত্রাস সৃষ্টি করতে পারেনি। প্রথমার্ধে ভারতের উল্লেখযোগ্য আক্রমণটি ছিল ৩১ মিনিটে। ভারতীয় গোলরক্ষকের বাড়ানো বল ধরে লিস্টন-বোস ওয়ান টু ওয়ান খেলে ক্রস বাড়ান। তবে উদন্তের হেডটি জোরালো ছিল না। ভারতীয় ফরোয়ার্ডের হেড বাংলাদেশের ডিফেন্ডার গোললাইন সেভ করেন।

পরে ফিরতি বলে ভারতীয় ফুটবলার জোরালো শট নিতে পারেননি। ফলে বাংলাদেশের গোলরক্ষক মিতুলের সেভ করতে অসুবিধা হয়নি। ৪১ মিনিটে গোলরক্ষককে ১:১ পেয়েও বল জালে পাঠাতে পারেননি জনি।

এ জাতীয় আরও খবর

ভারতীয় ৫০ সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন

পঞ্চগড় থেকে যমুনার পথে আসছি : সারজিস

আবদুল হামিদের দেশত্যাগ: দায়িত্বে অবহেলা, একজন প্রত্যাহারসহ বরখাস্ত ২ পুলিশ কর্মকর্তা

জম্মু-কাশ্মির-পাঞ্জাবে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা

জম্মুতে পাকিস্তানের হামলা, ধর্মশালায় বন্ধ হলো আইপিএলের ম্যাচ

মধ্যরাতে আইভীর বাসায় অভিযান, অবরুদ্ধ পুলিশ

‘ব্যান, আওয়ামী লীগ’ স্লোগানে উত্তাল যমুনা

যমুনার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন

জুলাই ফাউন্ডেশনে নতুন সিইও, শহীদের বাবা বললেন ‘মানি না’

নিষিদ্ধ হতে যাচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ

নাহিদের নেতৃত্বে যমুনার সামনে এনসিপির কেন্দ্রীয় নেতারা