সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বাড়লেও যানজট কম

news-image

গাজীপুর প্রতিনিধি : ঈদুল ফিতরের আর মাত্র কয়েক দিন বাকি। এর মধ্যেই বাড়ি ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-সিলেট মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের চাপ দিন দিন বাড়ছে। তবে রাজধানীর আব্দুল্লাহপুর থেকে শুরু করে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত মহাসড়কে কিছু জায়গা দখল করে দোকানপাট, গাড়ির স্ট্যান্ড বানিয়ে এবং সরু লেনের কারণে যানবাহনের গতি ধীর হলেও এবার ঈদে তেমন যানজট হবে না বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলীয় দেশের ৩১টি জেলার মানুষের রাজধানী ও গাজীপুরে প্রবেশের দ্বার হলো ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-সিলেট মহাসড়ক। এই মহাসড়কগুলো দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন চলাচল করে। ঈদে এই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। ফলস্বরূপ যানজটে আটকে চরম ভোগান্তিতে পড়েন মানুষ। গত কয়েক বছর ধরে এই মহাসড়কে বিআরটি প্রকল্প চলমান থাকায় দুর্ভোগের মাত্রা বেড়েছে কয়েক গুণ।

সড়কের অনেক জায়গায় যাত্রী ওঠানামার কারণে অন্য যানবাহন ধীরে চলতে বাধ্য হয়।

তবে গত বছর যানবাহনের জন্য বিআরটিএর সব ক’টি ফ্লাইওভার খুলে দেওয়ায় যাত্রীদের চাপ থাকলেও ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-সিলেট মহাসড়কগুলোতে যানজট কম হওয়ার সম্ভাবনা রয়েছে।

গাজীপুরে ছোট-বড় প্রায় ৬ হাজার শিল্পকারখানা রয়েছে। এসব কারখানায় ২৫তম রমজান থেকে পর্যায়ক্রমে ছুটি শুরু হবে। ছুটির পরই মহাসড়কে চাপ বাড়বে বলে মনে করছেন ট্রাফিক পুলিশ।

এ প্রসঙ্গে গাজীপুর মেট্রোপলিটনের সার্জেন্ট মো. নাজমুল বলেন, ‘গাজীপুরের পোশাক কারখানায় লাখ লাখ শ্রমিক কাজ করেন। দুই-তিন দিনের মধ্যে তারা ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার উদ্দেশে যাত্রা করবেন।

তবে ২৫ রোজা থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বাড়বে। তিনি আরও বলেন, বিআরটি প্রকল্পের অধীনে রাজধানীর উত্তরা থেকে কলেজ গেট পর্যন্ত উপরে ও নিচের অংশে যানজট নেই। তবে কলেজ গেট, গাজীপুরা সাতাইশ ও বোর্ডবাজার এলাকায় কিছুটা ধীরগতি রয়েছে।

মহাসড়কের পাশে অস্থায়ী কাঁচাবাজার ও ব্যাটারিচালিত অটোরিকশার কারণে যানজট ও মানুষের ভোগান্তি হতে পারে বলে ধারণা করছে পরিবহন কর্তৃপক্ষ।

এনা পরিবহনের বাসচালক করিম খান বলেন, ‘সড়কে তেমন যানজট দেখছি না। বেশিরভাগ গাড়ি উড়াল সেতুর (বিআরটি প্রকল্প) নিচ দিয়ে যাতায়াত করে। এ কারণে সড়কে যানবাহনের চাপ বেশি। তবে ফ্লাইওভার ব্যবহার করলে সড়কে চাপ কমবে। যেহেতু সব ক’টি উড়াল সেতু খুলে দেওয়া হয়েছে। তাই এই ঈদে মহাসড়কে যানজট তেমন থাকবে না।’

গাজীপুর মহানগর পুলিশ ও সড়ক বিভাগ সার্বক্ষণিক সড়কে দায়িত্ব পালন করছে। গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অশোক কুমার পাল এ বিষয়ে জানান, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মহাসড়কে যানজট নিরসনে তিন শিফটে পাঁচ শতাধিক পুলিশ সদস্য কাজ করছে।

পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও কাজ করবে বলে জানান তিনি।

এ সময় মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চালানো থেকে বিরত থাকার পাশাপাশি ভারী যানবাহনগুলোকে ফ্লাইওভার ব্যবহারের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘আমরা চেষ্টা করছি, যানবাহনগুলো যাতে ফ্লাইওভার দিয়ে চলাচল করে, তা হলে যানবাহনের গতি বাড়বে। বিশেষ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা ১৩ কিলোমিটার সড়কের মধ্যে সব ক’টি ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

সৃজিতের জীবনে নতুন নারী!

‘এ কে ফজলুল হকের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

নবীনগরে ভূমি অফিসে ৮ বছর ধরে ‘ভুয়া পরিচয়ে’ সরকারি চাকরি!

দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ তৈরি হবে: আলী রীয়াজ

ডা. জাহাঙ্গীর কবির ও তাসনিম জারাকে পাঠানো নোটিশ প্রত্যাহার

আমাদের কিছুটা সময় লাগবেই: হেড কোচ সিমন্স

আইন উপদেষ্টার বাসভবনে ড্রোন, পাঠানো হলো ফরেনসিক ল্যাবে

ইরানে বিস্ফোরণে নিহত বেড়ে ২৫, আহত ৮ শতাধিক

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে রিভিউয়ের পরবর্তী শুনানি ১৮ মে

কানাডায় ফিলিপিনো উৎসবে জনতার ওপর তুলে দিল গাড়ি, বহু হতাহত

সাবেক এনআইডি ডিজি সাহেল উদ্দিনের এনআইডি ব্লকের নির্দেশ