নবীনগরে প্রগতি মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত
সোমবার (২৪ মার্চ) বেলা ১১টায় নবীনগর সরকারি কলেজ মিলনায়তনে প্রগতি মেধা অন্বেষণ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুটি গ্রুপে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরে প্রগতির সভাপতি মাসফিকুল হোসেন নুহাশের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন শিপন, নবীনগর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শুক্লা রানী ভট্টাচার্য্য, সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য্য, ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের অধ্যক্ষ ইকবাল আহমেদ, নবীনগর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ সৈয়দ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আল মামুন, শিক্ষক আবু কামাল খন্দকার, সাংবাদিক আসাদুজ্জামান কল্লোল, জামাল হোসেন পান্না, সঞ্জয় পাল, হাসিব খান, প্রগতির সাধারণ সম্পাদক মুনতাসির মহিউদ্দিন শান্ত প্রমুখ।
মেধা অন্বেষণ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারকারী ‘ক’ ও ‘খ’ গ্রুপে যথাক্রমে সাদিয়া তাসনিম, নাজমুল হক, আবরার আহমেদ আজিম এবং ফারদিন জোবায়ের পূর্ণ, মারিয়াতুল জান্নাত, মোস্তাকিম রহমান কে ৪ হাজার, ৩ হাজার ও ২ হাজার টাকা মেধাবৃত্তি, ক্রেস্ট, সনদ এবং দুটি গ্রুপে ৪র্থ থেকে ১০ম স্থান অধিকারী শিক্ষার্থীদের বই ও সনদ প্রদান করা হয়। সেমিনার শেষে অতিথিগণ বিজয়ীদের হাতে পুষ্ককার তুলে দেন।