নবীনগরে ৮ কেজি গাঁজাসহ মা মেয়ে গ্রেপ্তার
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনি ধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার পুলিশ গতকাল সোমবার সকালে উপজেলার বাইশমৌজা বাজারে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ মা মেয়েকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মা, মেয়ে হচ্ছে পাশ্ববর্তী আখাউড়া উপজেলার গঙ্গাসাগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের সাগর বাদশার স্ত্রী আঙ্গুরা বেগম (৫০) ও মেয়ে রহিমা বেগম (৩২)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত মা মেয়ে এই এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। গাঁজার চালানটি মা মেয়ে আখাউড়া থেকে নবীনগর নিয়ে আসেন বিক্রির জন্য।
নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন,৮ কেজি গাঁজাসহ মা মেয়েকে গ্রেপ্তার করে আদালতে সোর্পদ করা হয়েছে। এরা সম্পর্কে মা মেয়ে। এই দীর্ঘদিন মাদক কারবারি করছে।