বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সন্দ্বীপবাসীর স্বপ্নের ফেরি কপোতাক্ষর যাত্রা শুরু

news-image

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়া পর্যন্ত ফেরি চলাচলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকাল ৯টায় ফেরি কপোতাক্ষ প্রথমবারের মতো যাত্রা শুরু করে। এর মাধ্যমে সন্দ্বীপের প্রায় চার লাখ মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো এবং এক শতাব্দীর দুর্ভোগের অবসান ঘটল।

এই ঐতিহাসিক মুহূর্তে সরকারের ছয় উপদেষ্টা সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরীঘাট থেকে যাত্রা শুরু করেন।

নবনির্মিত ফেরিঘাট এবং বিআরটিসি বাস টার্মিনাল উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম; প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

তাদের সঙ্গে ছিলেন প্রতিমন্ত্রী পদমর্যাদার প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী ও অধ্যাপক ডা. সায়েদুর রহমান। ফেরিটি সকাল ৯টায় সীতাকুণ্ড থেকে যাত্রা শুরু করে সকাল ১০টার দিকে সন্দ্বীপ পৌঁছায়।

এর পাশাপাশি বিআরটিসির বাস চালু করা হয়েছে, যা সীতাকুণ্ড থেকে সন্দ্বীপ পর্যন্ত যাত্রী পরিবহন করবে।

এদিকে সকাল ১১টায় সন্দ্বীপ উপজেলা পরিষদ মাঠে এক সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিভিন্ন দুর্ঘটনার কারণে সন্দ্বীপবাসী জীবনের ঝুঁকি নিয়ে নৌপথে চলাচল করলেও, এখন থেকে ফেরি চলাচল শুরু হওয়ায় তাদের দুর্ভোগের অবসান হবে। তবে বিআইডব্লিউটিএ বর্ষাকালে ফেরি চলাচলে ঝুঁকি থাকতে পারে, তাই বিকল্প ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।