গাজার রাফাহ শহরের একাংশ খালি করতে বললো ইসরায়েল
গাজা উপত্যকাজুড়ে হামাসের বিরুদ্ধে নতুন করে তাণ্ডব শুরু করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। এরই মধ্যে রোববার (২৩ মার্চ) গাজার রাফাহ শহরের একাংশ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক মুখপাত্র আভিচায় আদরাই বলেছেন, সেনাবাহিনী রাফাহর তাল আল-সুলতান অঞ্চলে হামলা শুরু করেছে। তিনি ফিলিস্তিনিদের আরও উত্তরে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
এরপর দেখা যায়, দখলদার ইসরায়েলি বাহিনী তাল আল-সুলতান জেলায় ড্রোন থেকে বাসিন্দাদের সরে যাওয়ার বার্তা সম্বলিত লিফলেট ছুঁড়ে ফেলছে।
এর আগেও প্রায় এক বছর আগে মিশরের সীমান্তে অবস্থিত গাজা উপত্যকার রাফাহ শহরটি ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। এই এলাকায় বাস্তুচ্যুত বহু ফিলিস্তিনি তাঁবু করে বসবাস করে আসছে।
ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা গাজা উপত্যকার উত্তরে বেইত হানুনেও অভিযান পরিচালনা করছে। অভিযানের সময় যুদ্ধবিমান হামাসের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা।
চলতি বছর ১৯ জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। ১ মার্চ যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ শেষ হয়।
নতুন করে যুদ্ধবিরতি চুক্তির আলোচনায় না গিয়ে ইসরায়েল হামাসকে ধ্বংস করার ঘোষণা দিয়ে গত মঙ্গলবার গাজায় ব্যাপক বোমা হামলা চালায় ও স্থলভাগে সেনা মোতায়েন শুরু করে। এরপর থেকে গাজায় আক্রমণ বাড়িয়ে দেয় দখলদার বাহিনী।
পুনরায় হামলার আগে মার্চের শুরুতে ইসরায়েল যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সাহায্য প্রবেশের পথ বন্ধ করে দেয়। ইসরায়েলিরা গাজায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ করে দেয়।
সর্বশেষ এই আক্রমণকে হামাস যুদ্ধবিরতি চুক্তির ‘বিপজ্জনক লঙ্ঘন’ বলে অভিহিত করেছে। হামাস বলেছে, তারা জানুয়ারিতে ইসরায়েলের সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে দেওয়ার পর গত বৃহস্পতিবার তারা তেল আবিবে প্রথম রকেট হামলা চালায়।
সিএনএন-এর প্রতিবেদনের তথ্য বলছে, গাজার বাসিন্দাদের খুব একটা আশা নেই যে, হত্যাকাণ্ড কমবে। কারণ, ইসরায়েলিরা হুমকি দিয়েছেন, ভবিষ্যতের পরিস্থিতি আরও খারাপ হবে। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আমি আপনাদের বলতে চাই, এটি (হামলা) কেবল শুরু।’
এদিকে, ইসরায়েলের তাণ্ডব শুরু হওয়ার পর থেকে গাজায় ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয়। যুদ্ধবিরতি লঙ্ঘন করে পুনরায় আক্রমণ চালানোর পর নিহতের এই ভয়াবহ মাইলফলক রেকর্ড করা হলো। রোববার গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যুর খবর দিয়েছে। যার ফলে নিহতের সংখ্যা ৫০ হাজার ২১ জনে পৌঁছেছে।