বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

নবীনগরে ৬৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৬৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে  বিদায় সংবর্ধনা দেওয়া  হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে নবীনগর মহিলা ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

নবীনগর প্রাথমিক শিক্ষক সমিতির  সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।  সহকারী শিক্ষক নুর মোঃ সিকদার মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন, উপজেলা ভারপ্রাপ্ত  প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনসুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, নবীনগর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শুক্লা রানী দেব, রিকন ল্যাবরেটরি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ড. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক ও সাংবাদিক ইব্রাহীম খলিল, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মানিক ভূঁইয়া, বাঞ্ছারামপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সেলিম রেজা প্রমুখ।

বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নবীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক শামসুন্নাহার, যুগ্ম সম্পাদক শামসুল ইসলাম জুয়েল প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা জানিয়ে বলেন, তাঁদের অবদান প্রাথমিক শিক্ষার উন্নয়নে চিরস্মরণীয় হয়ে থাকবে। শিক্ষকরা শুধু জ্ঞানদান করেন না, বরং সমাজ গঠনে তাঁদের ভূমিকা অনস্বীকার্য।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ এর পর ইফতার বিতরণ করা হয়।