সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন ৩৪ আইনজীবী
সুপ্রিম কোর্টে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে আরও ৩৪ আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর (ভারপ্রাপ্ত) সানা মো. মাহরুফ হোসাইনের স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি কর হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার এর ৩(১) অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের ৩৪ জন আইনজীবীকে দুটি প্রজ্ঞাপনে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হলো।
নিয়োগপ্রাপ্তরা হলেন- মো. কাইয়ুম, কে এম রেজাউল ফিরোজ (রিন্টু), মো. মিজানুর রহমান, মো. আরিফুর রহমান, খোরশেদ আলম, মো. গোলাম রাজীব, মো. নুরুল হুদা, মো. আল আমিন, সানজিদা রহমান, আসমা হোসেন, মো. সাইদুর রহমান (যাতন), ফারুক আহমেদ, পাপিয়া সুলতানা, মো. সারোয়ার আলম, মো. ফুয়াদ হাসান, মুস্তাফিজুর রহমান, মাহবুবা তাসলিম আঁখি, মোহাম্মদ মনিরুজ্জামান, আব্দুর রহীম, আবু সাদাত মোঃ সায়েম ভুঞা, মোহাম্মদ দেলোওয়ার হোসাইন, বিশ্বনাথ কর্মকার, মোহাম্মদ ইকবাল হোসেন, মৌসুমী আক্তার, মো. রায়হান আলম, মো. তৌহিদুল ইসলাম, মো. মিজানুর রহমান, সাবিনা ইয়াসমিন নীরা, আশরাফুল আলম, ওমর ফারুক, মো. শামসুল ইসলাম মুকুল, আবুল খায়ের খান, মো. রাশেদুল হাসান সুমন ও কাজী কামরুন্নেসা।
এর আগে সুপ্রিম কোর্টের ৬৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৬১ জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ করা হয়।
গত ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর পর সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল জব্বার ভুঁইয়া, অনীক আর হক ও মোহাম্মদ আরশাদুর রউফকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। সূত্র. বাসস