শনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন ৩৪ আইনজীবী

news-image

সুপ্রিম কোর্টে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে আরও ৩৪ আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর (ভারপ্রাপ্ত) সানা মো. মাহরুফ হোসাইনের স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি কর হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার এর ৩(১) অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের ৩৪ জন আইনজীবীকে দুটি প্রজ্ঞাপনে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হলো।

নিয়োগপ্রাপ্তরা হলেন- মো. কাইয়ুম, কে এম রেজাউল ফিরোজ (রিন্টু), মো. মিজানুর রহমান, মো. আরিফুর রহমান, খোরশেদ আলম, মো. গোলাম রাজীব, মো. নুরুল হুদা, মো. আল আমিন, সানজিদা রহমান, আসমা হোসেন, মো. সাইদুর রহমান (যাতন), ফারুক আহমেদ, পাপিয়া সুলতানা, মো. সারোয়ার আলম, মো. ফুয়াদ হাসান, মুস্তাফিজুর রহমান, মাহবুবা তাসলিম আঁখি, মোহাম্মদ মনিরুজ্জামান, আব্দুর রহীম, আবু সাদাত মোঃ সায়েম ভুঞা, মোহাম্মদ দেলোওয়ার হোসাইন, বিশ্বনাথ কর্মকার, মোহাম্মদ ইকবাল হোসেন, মৌসুমী আক্তার, মো. রায়হান আলম, মো. তৌহিদুল ইসলাম, মো. মিজানুর রহমান, সাবিনা ইয়াসমিন নীরা, আশরাফুল আলম, ওমর ফারুক, মো. শামসুল ইসলাম মুকুল, আবুল খায়ের খান, মো. রাশেদুল হাসান সুমন ও কাজী কামরুন্নেসা।

এর আগে সুপ্রিম কোর্টের ৬৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৬১ জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ করা হয়।

গত ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর পর সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল জব্বার ভুঁইয়া, অনীক আর হক ও মোহাম্মদ আরশাদুর রউফকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। সূত্র. বাসস

এ জাতীয় আরও খবর

নবীনগরে গ্রীন সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

দেশের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

লক্ষ্মীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলে নিহত

পাথরঘাটায় বাসচাপায় ৩ ভাইয়ের মৃত্যু

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

জামায়াত ক্ষমতায় গেলে দেশ ও জনগণের কল্যাণে কাজ করবে: কামরুল আহসান এমরুল

জামায়াত অসহায়দের সহায় হয়ে পাশে থাকতে চায় : কামরুল আহসান এমরুল

শাকিবের জন্মদিনেও চললো দুই স্ত্রীর খোঁচাখুচি!

কোচ করতে ডোনাল্ডসহ যাদের সঙ্গে কথা বলছে বিসিবি

ডিসির বাংলোর গর্তে মিললো সংসদ নির্বাচনের সিলমারা বিপুল ব্যালট

ভূমিকম্প : মিয়ানমারে মৃতের সংখ্যা ছাড়াল হাজার

পদ্মা সেতুতে ১২ ঘণ্টায় দুই কোটি টাকা টোল আদায়