সোমবার, ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

জামায়াত অসহায়দের সহায় হয়ে পাশে থাকতে চায় : কামরুল আহসান এমরুল

news-image

মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় মসলিসে শুরা সদস্য ও মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল বলেছেন, জামায়াতে ইসলামী অসহায়দের সহায় হয়ে সবসময় পাশে থাকতে চায়। আমরা চাই তারা এই অর্থ দিয়ে নিজেরা স্বাবলম্বী হবে পাশাপাশি অন্যদের জন্যও তারা সহায়ক হবে। এভাবে যদি আমরা একে অন্যের পাশে দাঁড়াই তাহলে সমাজ থেকে বৈষম্য ও ভেদাভেদ দুর হয়ে যাবে।।আজকে যাদেরকে আমরা অর্থ দিয়েছি আমি আপনাদের বলতে চাই এটা কোন দান-দক্ষিনা মনে করবেন না। আমরা আপনাদের ভাই, আপনাদের চলার পথকে সহজ করার জন্য আমরা উছিলা হয়ে পাশে দাঁড়িয়েছি।

শনিবার (২৯ মার্চ) সকাল ১০ টায় নগরীর চরপাড়া মহানগর জামায়াতের অফিস হলরুমে প্রান্তিক জনগোষ্ঠী এবং অসহায় দরিদ্রদেরকে স্বাবলম্বী করার জন্য বাংলদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরের উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের আর্থসামাজিক উন্নয়নে অতীতের ন্যায় সবসময় কাজ করে করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে। আল্লাহ যদি আমাদের দেশ পরিচালনার সুযোগ দেন তাহলে আমরা জনগণের প্রতি সর্বোচ্চ ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করবো। জামায়াত ক্ষমতায় আসলে ধর্ম বর্ণ নির্বিশেষে কোন মানুষের সাথে ভেদাভেদ থাকবেনা। সকলে আমরা এই দেশের নাগরিক, আমাদের সকলের প্রচেষ্টায় দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে।

 

কামরুল আহসান এমরুল বলেন, অসহায় এবং দারিদ্রদের স্বাবলম্বী করতে এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ঈদের আগে নগদ অর্থ সহায়তা পেয়ে উপকারভোগীরা আবেগাপ্লুত হয়ে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমরা প্রাথমিকভাবে ১৫ জনকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে আরও সহায়তা দেয়া হবে। সংগঠনের এই কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে। নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেলের সভাপতিত্বে ও মহানগর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের বায়তুল মাল সেক্রেটারী গোলাম মহসিন খান, অফিস সেক্রেটারী খন্দকার আবু হানিফ, কর্মপরিষদ সদস্য আজিজুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুল বারী, হায়দার করীম ও আবু কায়সারসহ প্রমূখ। এসময় মহানগর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দসহ উপকারভোগীরা প্রমুখ উপস্থিত ছিলেন।