সোমবার, ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সংস্কার করার জন্যই মানুষ রক্ত দিয়েছিল: নাহিদ ইসলাম

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার করার জন্যই মানুষ রক্ত দিয়েছিল। এ কারণেই দেশে গণঅভ্যুত্থান। যদি পরিবর্তনই না হয়, তাহলে কেন এত মানুষ রাস্তায় নেমে রক্ত দিয়েছিল? রাষ্ট্রের সংস্কার ও মৌলিক পরিবর্তন হতে হবে।

শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন বিজয় সৌধ চত্বরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সিরাজগঞ্জে জুলাই বিপ্লবে শহীদ পরিবার, আহত, রাজনীতিবীদ, নাগরিক সমাজ ও পেশাজীবীদের সম্মানে এই ইফতারের আয়োজন করেন তারা।

সংস্কার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘গত ১৫ বছরে যে ধরনের অন্যায়, নিপীড়ন ও নির্যাতন চলেছে, জুলাই আন্দোলনে যে হত্যাকাণ্ড চলেছে, এর যদি বিচার ছাড়াই আমরা একটি নির্বাচনের দিকে আগাই, নির্বাচন-পরবর্তী সময়ে বিচার প্রক্রিয়া চলমান থাকবে— এর কোনো নিশ্চয়তা নেই। তাই আমরা চাইবো দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্যক্রম করে তারপরে সামনে আগানো। আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি সংস্কারের আলাপকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে। তাই আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষে থেকে বলতে চাই, আসুন সংস্কারের প্রতি আমরা সবাই ঐক্যবদ্ধ হই।’

জুলাই আন্দোলনে সিরাজগঞ্জের ভূমিকার কথা স্মরণ করে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই আন্দোলনে যেভাবে ভূমিকা রেখেছে, জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রমেও সিরাজগঞ্জ সেভাবেই ভূমিকা রাখবে বলে আশা রাখি।

এসময় সিরাজগঞ্জের সন্তান এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, এস এম সাইফ মুস্তাফিজ, উত্তরাঞ্চলীয় সংগঠক জুঁথি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সজিব সরকার, সদস্য সচিব মেহেদী হাসান ও শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।