জামায়াত ক্ষমতায় গেলে দেশ ও জনগণের কল্যাণে কাজ করবে: কামরুল আহসান এমরুল
মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল বলেছেন, জামায়াতে ইসলামী সবসময় জনমতকে অগ্রাধীকার দেয়। জামায়াত সকল সময় জনগনের অধিকার নিয়ে কাজ করে, হক কথা বলে। জামায়াত ক্ষমতায় গেলে দেশ ও জনগণের কল্যাণে কাজ করবে। শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ সাংগঠনিক থানার আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্টরা জনগনকে তার ভোটাধীকার থেকে বঞ্চিত করেছে। তাই আমরা এমন একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করবো যেখানে নারী-পুরুষ সকলে তার সামাজিক নিরাপত্তা পাবে। যেখানে কারও অধিকার বিন্দুমাত্র ক্ষুন্ন হবেনা। আর এটা তখনই সম্ভব একমাত্র কুরআনের বিধান অনুযায়ী সমাজ ব্যবস্থা পরিচালিত হলে। তবেই প্রত্যেক মানুষ তার প্রাপ্য অধিকার ফিরে পাবে। কামরুল আহসান এমরুল বলেন, জামায়াতে ইসলামের প্রতিটা কর্মী সততার সাথে মানুষের অধিকারের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আমরা বিশ্বাস করি কুরআনের মধ্যে দিয়ে সমাজ, রাষ্ট্র গঠন করা হলে সেখানে আর কোন বৈষম্য থাকবে না। প্রতিটি জায়গার মানুষ তার প্রাপ্য অধিকার ফিরে পাবে। পরাণগঞ্জ সাংগঠনিক থানার আমীর মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও চরশীরকলদী বাজার বাইতুল আমান জামে মসজিদেরর সভাপতি ডাঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারী, মহিউদ্দিন আল মুনির, গাঙ্গিনার পাড় সাংগঠনিক থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি মহিউদ্দিন আল মুনিরসহ প্রমূখ।
আলোচনা শেষে প্রধান অতিথি স্থানীয় বাজারের সাধারন মানুষ, ব্যবসায়ী এবং এলাকার সর্বস্তরের জনগনের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে কুশল বিনিময় করেন।