প্রিয়াঙ্কার ভারতীয় সিনেমায় প্রত্যাবর্তন
বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার সবচেয়ে দূরদর্শী চলচ্চিত্র পরিচালক হিসেবে খ্যাতি রয়েছে এসএস রাজামৌলির। এমনকি গত কয়েক বছরে দক্ষিণ ভারত ছাড়িয়ে গোটা ভারতেই এ নির্মাতার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। ‘মাগাধীরা’, ‘বাহুবলী,’ ‘আরআরআর’-এর মতো সিনেমার পরিচালক রাজামৌলি এবার তার নতুন সিনেমার কাজ শুরু করেছেন। আর এ সিনেমার মধ্য দিয়েই দীর্ঘ বিরতির পর ভারতীয় চলচ্চিত্রে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন ‘দেশি গার্ল’খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
‘এসএসএমবি ২৯’ শিরোনামের এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মহেশ বাবু এবং প্রতিপক্ষের ভূমিকায় পৃথ্বীরাজ সুকুমারানকে দেখা যাবে। প্রধান নারী চরিত্রে শিগগিরই শুটিংয়ে অংশ নেবেন প্রিয়াঙ্কা। মহাকাব্যিক জঙ্গলের রোমাঞ্চ এবং ভারতের পৌরাণিক ইতিহাসের উপাদানগুলো ছবিটিতে ফুটিয়ে তোলা হবে।
পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, ছবির মূল কাহিনি আধ্যাত্মিক শহর কাশীতে ফুটিয়ে তোলা হবে। বিভিন্ন চ্যালেঞ্জের কারণে সিনেমার নির্মাতা হায়দ্রাবাদে শিবের এই প্রাচীন ভূমিকে সেট হিসেবে পুনর্নির্মাণ করেছেন। এই ছবির গল্প ঐতিহাসিক কাশীর সঙ্গে গভীরভাবে জড়িত বলে জানা গেছে। একটি সূত্র জানিয়েছে, ‘কাশী কেবল একটি পটভূমি নয়, এটি চলচ্চিত্রের ঐতিহাসিক একটি চরিত্রও বটে।’ রাজামৌলি ছবিটিকে একটি হাইব্রিড পদ্ধতিতে ধারণ করার পরিকল্পনা করেছেন।
মহেশ বাবু এবং পৃথ্বীরাজ ইতোমধ্যেই ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন। উড়িষ্যায় সিনেমার গুরুত্বপূর্ণ বন দৃশ্যের শুটিং হবে। আর এখানেই প্রিয়াঙ্কা চোপড়া দলের সঙ্গে প্রথম যোগদান করবেন। এর মধ্য দিয়ে লম্বা সময় পর বলিউডে প্রত্যাবর্তন করবেন সাবেক এই বিশ্ব সুন্দরী। ‘এসএসএমবি ২৯’ শিরোনামের ছবিটি প্রিয়াঙ্কার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ এক মাইলফলক হতে চলেছে।
ইতিহাস, পৌরাণিক কাহিনি এবং রোমাঞ্চের মিশেলে নির্মিত এই ছবিটি ভারতীয় সিনেমায় এক নতুন ইতিহাস তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। আশা করা হচ্ছে, তারকাখচিত সিনেমাটি ২০২৭ সালের গ্রীষ্মে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।