শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

তিন ব্যাংকের বোর্ড ভেঙে দিলো বাংলাদেশ ব্যাংক

news-image

অনলাইন ডেস্ক : মেঘনা, এনআরবি এবং এনআরবিসি ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ বুধবার রাতে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি জানান, মেঘনা, এনআরবি, এনআরবিসি ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার নতুন বোর্ড গঠন করা হবে।

সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশের ব্যাংক খাত কয়েক বছর ধরেই নানামুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গত দুই বছরে এই সংকট আরও গভীর হয়েছে। একটি বিশেষ গোষ্ঠীর মাধ্যমে ব্যাংকের নিয়ন্ত্রণ, ঋণের নামে ব্যাংক লুটপাট আর বিদেশে অর্থপাচার, লাগামহীন খেলাপি ঋণ, ব্যাংকে তীব্র তারল্য সংকট, ডলার ও রিজার্ভ সংকটে ব্যাংক খাতের ক্ষত আরও গভীর হয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর এস আলম নিয়ন্ত্রণাধীন ইসলামী ব্যাংকসহ মোট ১১টি ব্যাংকের পর্ষদ ভেঙে নতুন বোর্ড গঠন করে দেওয়া হয়। এবার দ্বিতীয় বারেরমতো ভেঙে দেওয়া হলো তিনটি ব্যাংকের বোর্ড।