নবীনগরে সড়ক দূর্ঘটনায় ১ যুবক নিহত, আহত-২
শ্যামা প্রসাদ চক্রবর্ত্তী শ্যামল ,নবীনগর : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে রুবেল সরকার নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত রুবেল সরকার উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন গৌরনগর গ্রামের রতন সরকার এর ছেলে। এই ঘটনায় মোঃ অলি মিয়া ও এমদাদুল নামে দুই যুবক গুরতর আহত হয়েছে। সোমবার ভোর ৬ টায় নবীনগর টু রাধিকা সড়কের কনিকাড়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, সোমবার ভোর ৬ টায় নবীনগর-রাধিকা সড়কে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন জন গুরুতর আহত হয়। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেল সরকারকে মৃত ঘোষনা করেন। আহত দুই জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন।
নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, নবীনগর টু রাধিকা সড়কে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। নিহত পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।