অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন সম্ভব: ড. আলী রীয়াজ
নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে সংস্কার কমিশনগুলোর সুপারিশের বিষয়ে দ্রুত আলোচনা করে ঐকমত্যে পৌঁছাতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। এরপর স্বল্প সময়ের মধ্যে ‘জাতীয় সনদ’ও তৈরি করতে চায় এই কমিশন। এ ছাড়া অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন সম্ভব বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।
সোমবার (১০ মার্চ) জাতীয় সংসদ ভবনের এলডি হলে সরকার গঠিত ছয়টি সংস্কার কমিশনের সুপারিশগুলো পর্যালোচনা ও গ্রহণ করার লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
এ সময় ঐকমত্য কমিশনের কাজের কারনে নির্বাচন আয়োজনে বাধা হবে না বলে জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, ‘অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন সম্ভব। আর গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনও এক সঙ্গে সম্ভব।’
তিনি বলেন, ‘পুলিশ সংস্কার কমিশন বাদে বাকি পাঁচটি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো ছক আকারে বিন্যস্ত করে সেগুলোর বিষয়ে রাজনৈতিক দল ও জোটগুলোর কাছে মতামত জানতে চেয়েছে জাতীয় ঐক্যমত কমিশন।’
তিনি আরও বলেন, ‘গত ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার মধ্য দিয়ে প্রায় ১৬ বছরের আওয়ামী শাসনের অবসান ঘটে। শেখ হাসিনা পদত্যাগ করে পালাতে বাধ্য হন। এ প্রেক্ষাপটে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষে ১১টি সংস্কার কমিশন গঠন করেন। এর মধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ সংস্কারের জন্যে গঠিত ছয়টি কমিশন তাদের সুপারিশ সম্বলিত প্রতিবেদনগুলো সরকারের কাছে জমা দেয়।’
তিনি জানান, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে এই ছয়টি কমিশনের সুপারিশ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা এবং পদক্ষেপ সুপারিশের উদ্দেশ্যে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই কমিশনের সভাপতি।
ড. আলী রীয়াজ বলেন, ‘এ কমিশনে সহসভাপতির দায়িত্ব আমার ওপরে অর্পণ করা হয়। এ কমিশনের অন্য সদস্যরা হলেন ড. বদিউল আলম মজুমদার, আব্দুল মুয়ীদ চৌধুরী, সফররাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক এবং ড. ইফতেখারুজ্জামান। এ কমিশনের মেয়াদ ছয় মাস। কমিশনের কাজে সহযোগিতা করার উদ্দেশে গত ৬ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে সাংবাদিক মনির হায়দারকে নিয়োগ করা হয়। তিনি ঐকমত্য কমিশনের সঙ্গে যুক্ত আছেন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ এবং সমন্বয়ের দায়িত্ব পালন করছেন।’