চোখ মেলে তাকিয়েছে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি
নিজস্ব প্রতিবেদক : মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। আজ প্রথমবারের মতো চোখ মেলে তাকিয়েছে সে।
সোমবার (১০ মার্চ) এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব।
এর আগে গত শনিবার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এ স্থানান্তর করা হয়।
শিশুটি ঢামেক হাসপাতালে পিআইসিইউতে লাইফ সাপোর্টে ছিল।
শিশুটির অবস্থা খুবই সংকটাপন্ন জানিয়ে চিকিৎসকরা জানান, শিশুটির যৌনাঙ্গে আঘাত রয়েছে। তবে গলায় আঘাত বেশি। তার চিকিৎসায় চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।