নারায়ণগঞ্জে ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের চাষাঢ়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে চাষাড়া বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অপূর্ব (২৩) সদর উপজেলার মাসদাইর বেকারী মোড় এলাকার মো. খোকনের ছেলে। এর আগে ঘটনাস্থল থেকে অভিযুক্ত সম্রাটকে (২০) আটক করে গণধোলাই দিয়ে খানপুর হাসপাতালে নিয়ে আসেন ছাত্রদলের নেতা–কর্মীরা।
প্রাথমিক চিকিৎসার পর অবরুদ্ধ করে রাখলে পুলিশ খানপুর হাসপাতাল থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নেওয়ার পথে ছাত্রদলের নেতা–কর্মীরা সেই গাড়িকে ধাওয়া করে। আটক সম্রাট শহরের গলাচিপা কলেজ রোডের মো. হোসেনের ছেলে।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীব বলেন, ঘটনাটা আমাদেরকে খুবই পীড়া দিচ্ছে। আমার একজন কর্মীর সাথে এমন ঘটনা কোনভাবে মেনে নেওয়ার মত নয়। আমি এই ঘাতকের সর্বোচ্চ শাস্তি কামনা করছি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাসির আহমদ জানান, সন্ধ্যায় শহরের চাষাঢ়ায় ছাত্রদল ধর্ষণবিরোধী একটি মিছিল বের করে। এসময় মিছিলে থাকা ছাত্রদল কর্মী অপূর্বর সাথে পথচারী সম্রাটের তুচ্ছ ঘটনা নিয়ে কথাকাটা কাটি হয়। মিছিল শেষ হলে রাতে চাষাঢ়া বালুর মাট এলাকায় অপূর্বের বুকে সম্রাট ছুরিকাঘাত করে। হাসপালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি জানান, আটক সম্রাটকে খানপুর হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।