শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার দুটি ডেটলাইন দিয়েছে: সিইসি

news-image

কক্সবাজার প্রতিনিধি : জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার দুটি ডেটলাইন দিয়েছে, ডিসেম্বরের মধ্যে বা বড় রিফর্ম হলে জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার দুটি ডেটলাইন দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে বা বড় রিফর্ম হলো জুনের মধ্যে নির্বাচন হবে। এতে মৃত ভোটার ও নতুন ভোটারের সংখ্যা বাড়বে। আগামী নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা জুন নাগাদ পাওয়া যাবে।’

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার জেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশন সবাইকে নিয়ে ৯১, ৯৬ ও ২০০১-এর মত নির্বাচন করতে চায় বলে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম নাসির উদ্দিন বলেন, ‘আগে জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন, রাজনৈতিক দলগুলোর এ বিতর্কে আমরা যেতে চাই না। আপাতত নির্বাচন কমিশনের প্রথম লক্ষ্য একটি নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ। এখনকার তালিকায় ১৬ লক্ষ মৃত ভোটার আছে। তাদের বাদ দিতে হবে।’

তিনি বলেন, ‘একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চায় নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে সবার সম্পৃক্ততা ও সহযোগিতা প্রয়োজন।’ বর্তমান প্রশাসনে যারা আছেন তারা ৯১, ৯৬ ও ২০০১-এর নির্বাচন করেছেন মন্তব্য করে এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘নির্বাচন কমিশন কোনো অন্যায় চাপ ও অন্যায় সিদ্ধান্ত দেবে না।’

এ সময় নির্বাচনী দায়িত্বে নিয়োজিতদের আইন অনুযায়ী কাজ করার নির্দেশনা এবং পাশে থাকারও প্রতিশ্রুতি দেন তিনি।

সভায় পুলিশ সুপার, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, কক্সবাজার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, সব অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস নদীতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

নবীনগরে আওয়ামী-লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেফতার

দেশের গন্তব্য কোন দিকে যাচ্ছে, প্রশ্ন আব্বাসীর

বাংলাদেশ সফরে আসছে না ভারত, স্থগিত হতে পারে এশিয়া কাপ

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের মামলায় জবি শিক্ষার্থী রিমান্ডে

সরকার নানা অজুহাতে নির্বাচন বিলম্বিত করতে চাইছে: ডা. জাহিদ

আওয়ামী লীগ নিষিদ্ধে দ্রুত সিদ্ধান্ত না এলে ঢাকা মার্চের হুঁশিয়ারি নাহিদ ইসলামের

সর্বোচ্চ তাপমাত্রা আজ, তীব্র গরমে থাকবে আরও ২ দিন

শাহবাগেই ফ্যাসিবাদের চূড়ান্ত পতন ঘটবে: হাসনাত আব্দুল্লাহ

সরকার ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরাতে চাইছে: তারেক রহমান

 নাসির নগর ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জি. শ্যামল, সেক্রেটারি সিরাজ