বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে জেলা পরিষদের কোটি টাকার অডিটোরিয়াম এখন বিষফোঁড়া!! 

news-image
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : কথায় আছে লাগে টাকা দেবে গৌরী সেন। অনেকটা সেভাবেই আওয়ামী লীগ আমলের সাবেক এমপি  অনেকেই বিভিন্ন প্রকল্পের নামে সরকারি টাকার যথেচ্ছ অপব্যবহার করেছেন। অনেকেই এসব করেছেন এলাকার মানুষের কাছে জনদরদি বা সমাজসেবীর তকমা লাগাতে। কেউ আবার উচ্চ দামে নিজের জমি বিক্রি করার উদ্দেশ্যে কিংবা নির্বাচনে প্রভাব বিস্তার করতে নিয়েছেন ‘সুবিধাজনক’ এসব সরকারি প্রকল্প। বাদ যাননি বাঞ্ছারামপুরের সাবেক এমপি ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যা.এবি তাজুল ইসলাম এমপিও।
তার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম আশ্রাফের নামে নিজ গ্রামে নিজেকে জাহির করা ও প্রভাব দেখানোর জন্য জনগনের টাকায় গড়ে তুলেন আধুনিক অডিটোরিয়াম। যা এখন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের বিষফোঁড়ায় পরিণত হয়েছে। না পারছে পরিত্যক্ত ঘোষনা করতে, না পারছে চালু করতে। বিদ্যুৎ বিল, রক্ষণাবেক্ষণ ও ষ্টাফ বেতন দিয়ে প্রতি বছর গচ্চা যাচ্ছে লাখ লাখ টাকা।বিগত ৫ আগষ্টের পর এলাকাবাসীর দাবীর মুখে বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম  আশ্রাফ  অডিটোরিয়াম এর নাম পাল্টে করা হয় ‘শাহ রাহাত আলী অডিটোরিয়াম ” ।
বাঞ্ছারামপুর উপজেলা ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে বিশাল শীতাতপ নিয়ন্ত্রিত ৬’শ আসনের ডিজিটাল অডিটোরিয়াম নির্মাণ করান ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদকে দিয়ে।বাঞ্ছারামপুর সদর উপজেলা থেকে প্রায় ৬ কিঃমিঃ দূরত্বে অবস্থিত হওয়ায় উদ্ধোধনের ১২ বছরে মাত্র ৫ টি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে বলে জানান মিলনায়তনের কেয়ারটেকার জালাল মিয়া। তবে সবগুলো বিনামূল্যের।একটাও ভাড়া দিয়ে সরকারি রাজস্ব ঘরে দিতে পারিনি।তিনি আরো জানান,৫টির মধ্যে ৩ টি ছিলো আওয়ামী লীগের দলীয় প্রোগ্রাম ও ২ টি ছিল পার্শ্ববর্তী শাহ রাহাত আলী কলেজের অনুষ্ঠান। ১২ বছরের ৫টি অনুষ্ঠানই ছিলো,ফ্রী।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন,আমি নতুন যোগদান করেছি। বাঞ্ছারামপুরের পল্লী গ্রামে যে অডিটোরিয়াম করা হয়েছে তা ঠিক করা হয়নি।কারন,২০১০-১১ অর্থ বছরে ৩ কোটি টাকা দিয়ে দিয়ে শুধু ভবন করা হলেও আজোও একটি টাকা রাজস্ব আসেনি। হলরুম ভাড়া দেয়া যায়নি। উল্টো কেয়ারটেকার কে প্রতি মাসে বেতন দিতে হচ্ছে ১৬ হাজার ৫শ টাকা। স্রেফ অপচয়।
তিনি তথ্য দিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, আগের সরকার অডিটোরিয়ামটির সংস্কার কাজ করার জন্য ১ কোটি টাকা বরাদ্দ দিয়ে যায়। আমরা ১৫ লক্ষ টাকা ব্যয়ের পর কোন কাজে আসবে না জেনে ৮৫ লক্ষ টাকা সংস্কার কাজ শেষ না করেই ফেরত নিয়ে আসি।এই নিয়ে পরে ভাবা যাবে”।
 আজ (মঙ্গলবার)  সরেজমিনে গেলে এলাকাবাসী  জানান,ঐ সময় ক্যা. তার ভাই আশরাফ চেয়ারম্যানের নামে কমদামে জমি কিনে এই অডিটোরিয়াম গড়ে তুলেন, যা বর্তমানে কোন কাজে আসে না। অন্যকিছু স্থাপন করলে জনতার কাজে লাগতো।
ক্যা. তাজ বিভিন্ন মামলায় কারাগারে ও তার ভাতিজা  তুষার এখন হত্যা মামলার আসামী হয়ে বিদেশে পলাতক।যার নামেনএই অডিটোরিয়াম, সেই বীর মুক্তিযোদ্ধা  আশ্রাফ চেয়ারম্যান মারা গেছেন বেশ কয়েক বছর আগে।
বাঞ্ছারামপুরের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক, রুপসদীর ইউনুস বিএসসি বলেন, জেলা পরিষদ এমন অডিটোরিয়াম বানিয়েছেন সরকারি টাকায় যা, ১৫ বছরে নেওয়া অনেক প্রকল্প এখন সরকারের বোঝায় পরিণত হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকার এই অডিটোরিয়াম এখন কোন কাজে আসে না এখানে শিক্ষা প্রতিষ্ঠান করা হোক।
বর্তমান ইউপি চেয়ারম্যান আ.করিম চেয়ারম্যান (আওয়ামী লীগ আমলে পুনঃ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) বলেন, আমি শুনেছি মাজার কমিটি অডিটোরিয়ামটির জমি কেনার জন্য অর্থ দিয়েছিলো। তবে,এখানে দলীয় অনেক প্রোগ্রাম এখানে হয়েছে। অন্যদিকে,
শাহ রাহাত আলী কলেজের প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম দাবী করে বলেন, অডিটোরিয়ামের বিশাল  জায়গা কলেজ থেকে নেয়া হয়েছে। কলেজের জায়গা কলেজকে ফেরত দেয়া হোক।
এ বিষয়ে জানতে চাইলে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা আজ বলেন, ‘অনেকেই নিজ এলাকায় প্রকল্প নিয়েছেন। তবে সব প্রকল্পকে ঢালাওভাবে অপচয়ের প্রকল্প বলা ঠিক হবে না। কিছু প্রকল্প জনবান্ধবও ছিল। তবে রাজনৈতিক উদ্দেশ্যে যেসব প্রকল্প নেওয়া হয়েছে, সেগুলোর তালিকা তৈরির কাজ চলছে। যেগুলোর কাজ মাঝপথে রয়েছে বা কিছু অর্থ ব্যয় হয়েছে। এমন প্রকল্প একটি পর্যায়ে পৌঁছার পর বন্ধ করে দেওয়া ঠিক হবে না,বরং এটিকে যেনো পরিত্যক্ত ঘোষনা না করে সমাজের ভালো কোনো কাজে লাগানো যায় সে জন্য পদক্ষেপ নেয়া হবে।’

এ জাতীয় আরও খবর

মহাকাশ থেকে ক্ষুদ্র প্রাণী ক্রিল গণনা

৪০ কোটি পেরিয়েছে ‘দুষ্টু কোকিল’, দেশীয় সিনেমার গানে রেকর্ড

মেয়েটা আগে ভালোই ছিল, এখন আমাদের হুমকি দেয়: পপির মা

সৈকতে সাঁতার কাটতে গিয়ে হাঙরের আক্রমণে কিশোরীর মৃত্যু

শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে ভারতকেই দায় নিতে হবে: উপদেষ্টা নাহিদ

জুলাই অভ্যুত্থান : যেসব কারণে ফুঁসে উঠেছিল মানুষ

সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের ১৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

একাত্তর-চব্বিশে যারা দেশের জন্য জীবন দেন তাদের ইতিহাসটা গৌরবের

আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: সালাহউদ্দিন

যারা বিদেশ পালিয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

২০২৬ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলায় আহত কয়েকজন