৭৮ রানে ৫ উইকেট হারাল শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় ইনিংসের শুরুতে শ্রীলঙ্কা শিবিরে পাঁচটি ধাক্কা দিয়েছে বাংলাদেশ দল। পেসার হাসান মাহমুদ তুলে নিয়েছেন ৪ উইকেট। শ্রীলঙ্কার লিড বেড়ে দাঁড়িয়েছে ৪৩৬ রান।
শ্রীলঙ্কা ৮২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮২ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা অ্যাঞ্জেল ম্যাথুস ২৭ রান করেছেন। তার সঙ্গী কামিন্দু মেন্ডিস। এর আগে ওপেনার মাদুশাঙ্কা ৩৪ রান করে ফিরেছেন। রান পাননি দিমুথ করুনারত্নে (৪) ও কুশল মেন্ডিস (২)। চান্দিমাল ফিরেছেন ৯ রান করে।