নাভালনিকে শেষ শ্রদ্ধা জানানোর জায়গা দিচ্ছে না কেউ
অনলাইন ডেস্ক : রাশিয়ার কারাগারে মারা যাওয়া বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে শেষ শ্রদ্ধা জানাতে কোনো জায়গা পাওয়া যাচ্ছে না। এমনই দাবি করেছেন তাঁর দলের মুখপাত্র কিইরা ইয়ারমিস। তিনি বলেন, জনগণ যাতে নাভালনিকে শ্রদ্ধা জানাতে পারেন, সেজন্য একটি জায়গা খুঁজছিলেন তারা। তবে কোনো জায়গা পাওয়া যাচ্ছে না।
এক্সে দেওয়া এক পোস্টে কিইরা ইয়ারমিস লিখেছেন, ‘মঙ্গলবার থেকে আমরা একটি জায়গা খুঁজে বেড়াচ্ছি, যেখানে অ্যালেক্সিকে শেষ শ্রদ্ধা জানানো যায়। এ জন্য আমরা মোটামুটি সব সরকারি-বেসরকারি ফিউনারেল এজেন্সি (শেষকৃত্য সংস্থা), বাণিজ্যিক স্থাপনা ও ফিউনারেল হলগুলোতে যোগাযোগ করেছিলাম। কিন্তু কেউই নাভালনিকে শেষ শ্রদ্ধা জানাতে কোনো জায়গা দিতে রাজি হয়নি। কেউ কেউ বলেছে, তাদের জায়গা খালি নেই। আবার অনেক জায়গায় নাভালনির নাম শুনেই রাজি হয়নি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক নাভালনি ১৬ ফেব্রুয়ারি রাশিয়ার আর্কটিক অঞ্চলের একটি কারাগারে মারা যান। মৃত্যুর পরে তাঁর মরদেহ রেখে দেয় রুশ কর্তৃপক্ষ। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে গত শনিবার মা লিউডমিলার কাছে তাঁর মরদেহ হস্তান্তর করে রুশ কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।