বিপিএলের প্লে-অফে কে কার মুখোমুখি
স্পোর্টস ডেস্ক : প্রায় মাসব্যাপী বিপিএলের শেষের শুরু। গ্রুপপর্বের এক ম্যাচ বাকি থাকতেই চূড়ান্ত হয়ে গেছে প্লে-অফের চার দল। আজ চতুর্থ তথা শেষ দল হিসেবে প্লে-অফের টিকিট কেটেছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। এর আগে প্লে-অফ নিশ্চিত হয়েছিল রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের।
রাউন্ড রবিন লিগে ১২ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রংপুর রাইডার্স। আজ বরিশালের বিপক্ষে জয় পেলে শীর্ষে ওঠার সুযোগ থাকতো কুমিল্লার। হেরে যাওয়ায় ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আগামী ২৬ ফেব্রুয়ারি প্রথম কোয়ালিফায়ারে এ দুই দল একে অপরের মুখোমুখি হবে। সেখান থেকে জয়ী দল চলে যাবে ফাইনালে। হারলেও অবশ্য সব শেষ হয়ে যাচ্ছে না। সুযোগ থাকবে আরও একটি। পরাজিত দল দ্বিতীয় কোয়ালিফায়ারে এলিমিনেটর জয়ী দলের মুখোমুখি হবে।
এদিকে, কুমিল্লাকে ৬ উইকেটে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করা ফরচুন বরিশাল টেবিলের তিনে আছে। ১২ ম্যাচে ৭ জয়ে তাদের পয়েন্ট ১৪। এ ছাড়া বরিশালের সমান ১৪ পয়েন্ট থাকলেও রানরেটে পিছিয়ে থাকায় চারে আছে চট্টগ্রাম। এ দুই দল আগামী ২৬ ফেব্রুয়ারি এলিমিনিটরে লড়বে। সেখান থেকে জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে আগামী ২৮ ফেব্রুয়ারি প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের মুখোমুখি হবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১ মার্চ।
প্লে-অফের সব ম্যাচ আয়োজিত হবে মিরপুরের শের-ই-বাংলায়। প্লে-অফ ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। এবারের আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে দুর্দান্ত ঢাকা ও সিলেট সিক্সার্স ও খুলনা টাইগার্স।
প্লে-অফে কে কার মুখোমুখি ও সূচি
তারিখ | ম্যাচ | মুখোমুখি |
২৬ ফেব্রুয়ারি | এলিমিনেটর | রংপুর বনাম কুমিল্লা |
২৬ ফেব্রুয়ারি | ১ম কোয়ালিফায়ার | বরিশাল বনাম চট্টগ্রাম |
২৮ ফেব্রুয়ারি | ২য় কোয়ালিফায়ার | এলিমিনেটর জয়ী বনাম ১ম কোয়ালিফায়ার পরাজিত দল |
১ মার্চ | ফাইনাল | ১ম কোয়ালিফায়ার জয়ী বনাম ২য় কোয়ালিফায়ার জয়ী দল |