সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বিসিবির নির্বাচক প্যানেলে বাদ নান্নু, আসছেন কে

news-image

ক্রীড়া প্রতিবেদক : বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের বোর্ড মিটিং আজ। গুরুত্ব ও প্রেক্ষাপট বিবেচনায় বছরের প্রথম বোর্ড মিটিংয়ের প্রতি কৌতূহলও থাকছে একটু বেশি। এ সভা থেকে আসার কথা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তামিম ইকবালকে ছাড়া কেন্দ্রীয় চুক্তির অনুমোদন, জাতীয় দলের বিশেষায়িত কোচ নিয়োগ, অধিনায়ক ইস্যুতে একমত হওয়া, জাতীয় দল নির্বাচক প্যানেল ঢেলে সাজানো, বিশ্বকাপ ব্যর্থতার মূল্যায়ন কমিটির রিপোর্ট উপস্থাপন ছাড়াও নিয়মিত অনেক ইস্যু পাস করতে হবে পরিচালকদের।

দেশের ক্রিকেটে গত কয়েক বছরে সবচেয়ে আলোচিত আর বিতর্কিত বিসিবির বর্তমান নির্বাচক প্যানেল। আজকের মিটিংয়ে জাতীয় নির্বাচক প্যানেলও পুনর্গঠন করা হচ্ছে। কারণ মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্বাধীন জাতীয় দলের নির্বাচক প্যানেলের মেয়াদ শেষ হয়েছে গত ডিসেম্বরে। মেয়াদ শেষ হলেও এখনো কাজ চালিয়ে যাচ্ছেন নান্নু, হাবিবুল বাশার সুমন আর আব্দুর রাজ্জাক। তাদের মেয়াদ বাড়ানো হবে নাকি নতুন নির্বাচক প্যানেল নিয়োগ দেওয়া হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বোর্ড সভায়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে দায়িত্বে থাকা মিনহাজুল আবেদিন নান্নু আর প্রধান নির্বাচকের পদে থাকছেন না। তাকে সরিয়ে হাবিবুল বাশারকে প্রধান নির্বাচক করা হবে। সেক্ষেত্রে নির্বাচক প্যানেলে আব্দুর রাজ্জাকের সঙ্গে নতুন একজনকে যুক্ত করতে হবে। সেই একজন হিসেবে থাকছেন হান্নান সরকার।

আজকের সভায় কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদেরও অনুমোদন দেওয়া হবে। ২২ জন ক্রিকেটার পাচ্ছেন কেন্দ্রীয় চুক্তি। স্পিনার নাঈম হাসান, ওপেনার জাকির হাসান, মাহমুদুল হাসান জয় টেস্টের চুক্তিতে যুক্ত হচ্ছেন। এবাদত হোসেনকে বিশেষ বিবেচনায় চুক্তিতে রাখা হয়েছে। নেতৃত্ব নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। সাকিব আল হাসানকে টি২০ নেতৃত্বে রেখে টেস্ট ও ওয়ানডের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে নাজমুল হোসেন শান্তর কাঁধে।

এ জাতীয় আরও খবর

গণমাধ্যমকে অবশ্যই পূর্ণ স্বাধীনতা দিতে হবে-বাঞ্ছারামপুর জুনায়েদ সাকী

কারাদণ্ড থেকে খালাস গিয়াস উদ্দিন আল মামুন

ভোটের অধিকার প্রতিষ্ঠায় নেমেছে ইসি: নাসির

সালমান-আনিসুল-পলকসহ ১৬ জন নতুন মামলায় গ্রেপ্তার

‘মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত রাষ্ট্রের, মন্ত্রণালয়ের নয়’

পুলিশ, র‌্যাব, আনসারের নতুন পোশাক চূড়ান্ত

৪০ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

অন্তর্বর্তী সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে না: খন্দকার মোশাররফ

বিজিবির জন্য কেনা হচ্ছে সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল

শিক্ষা ভবনের সামনে অবস্থান নিলেন ৩৫ প্রত্যাশীরা

আজ সুইজারল্যান্ড যাচ্ছেন ড. ইউনূস

বাঞ্ছারামপুর উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন