১১ ঘণ্টা ব্যাট করে রিফাতের রেকর্ড ট্রিপল সেঞ্চুরি
ক্রীড়া প্রতিবেদক : ট্রিপল সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন বিকেএসপির ১৬ বছরের ব্যাটার রিফাত বেগ। শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে ঢাকা মেট্রোর বিপক্ষে ৩২০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তার ৪৮৩ বলের ইনিংসটি সাজানো ২৯টি চার ও ৪টি ছয়ে। রিফাত উইকেটে ছিলেন ৬৫০ মিনিট, মানে প্রায় ১১ ঘণ্টা (১০ ঘণ্টা ৫০ মিনিট)।
রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জাম স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় দিনে রিফাত তিন অঙ্করে ঘরে পৌঁছান ১৯৮ বলে। সেঞ্চুরিকে ডাবলে রূপান্তরিত করেন ৩৩৫ বলে। আজ তৃতীয় দিনে ত্রিশতকে পৌঁছান ৪৬৮ বলে। বয়সভিত্তিক ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটারের এটিই প্রথম ট্রিপল সেঞ্চুরি। এ কীর্তি গড়ার পাশাপাশি পুরো ইনিংসও ক্যারি করেন রিফাত।
প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে প্রথমে ব্যাট করতে নামে ঢাকা মেট্রো। ১৪৩ রানের জবাবে রিফাতের ট্রিপল সেঞ্চুরিতে ৫৪৯ রানের পাহাড় গড়ে বিকেএসপি। এতে ৪০৬ রানের লিড নেয় রিফাতের দল। রিফাত ছাড়াও আরেক ওপেনার ফাহিম মুনতাসির ৫৭ ও তিনে নামা ইয়াসিন আরাফাত ৪৫ রান করেছেন। ঢাকা মেট্রোর হয়ে লেগ স্পিনার আবু সুফিয়ান শাওন পাঁচ উইকেট নিয়েছেন।
প্রথম ইনিংসে ৪০৬ রানে পিছিয়ে থেকে আবার ব্যাটিং শুরু করে ঢাকা মেট্রো। দ্বিতীয় ইনিংসে দিনের খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলেছে ঢাকা। বিকেএসপি এখনো এগিয়ে আছে ২৬১ রানে।