যাত্রাবাড়ীতে মৌমিতা বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী কাজলায় হানিফ ফ্লাইওভারের নিচে মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে এ ঘটনা ঘটে।
রোববার (২৬ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান শিকদার।
তিনি বলেন, সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটের দিকে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় হানিফ ফ্লাইওভারের নিচে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পাই। খবর পাওয়ার পর রাত ৮টায় ঘটনাস্থলে পৌঁছাই। পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ৮টা ১৪ মিনিটে অগ্নিনির্বাপণ করে। কোনো হতাহতের ঘটনা ঘটে নেই।