মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নাশকতা রোধে জনসচেতনতা বাড়াতে পুলিশের মাইকিং

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি-জামায়াতের চলমান অবরোধে বাসে অগ্নিসংযোগ রোধ করতে মাইকিং করে জনসাধারণকে সচেতন করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীর বিভিন্ন থানার আওতাধীন এলাকার গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে পুলিশের এমন উদ্যোগ দেখা গেছে।

বুধবার (২২ নভেম্বর) রাজধানীর নিউমার্কেট থানার কাঁটাবন, বাটা সিগন্যাল, সায়েন্স ল্যাবরেটরি মোড় ও পুলিশ বক্সে মাইক থেকে সাধারণ মানুষকে উদ্দেশ্য করে এমন কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে।

এতে বাসের পার্শ্ববর্তী যাত্রীদের গতিবিধি লক্ষ্য রাখতে, সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে ড্রাইভারকে অবহিত করতে এবং আগুন দেওয়ার চেষ্টায় লিপ্ত ব্যক্তিকে ধরিয়ে দিতে বলা হচ্ছে। এ সময় বাসের চালক ও যাত্রী উভয়ের জন্যই আলাদা নির্দেশনার ঘোষণা দিতে দেখা যায়। বাসে থাকা অবস্থায় যতদূর সম্ভব জানালা বন্ধ রাখার বিষয়ে সচেতন করা হয়।

একইসঙ্গে অগ্নিসংযোগকারী, সংযোগের চেষ্টায় লিপ্ত অথবা অগ্নিসংযোগের জন্য দাহ্য পদার্থ বহনকারী ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ২০ হাজার টাকা পুরস্কারের ব্যবস্থা রয়েছে বলেও ঘোষণা দেওয়া হয়।

মাইকিংয়ে বাসের চালক, সুপারভাইজার এবং হেলপারদের সতর্ক করতে চারটি বিষয়ে খেয়াল রাখার জন্য বলা হয়। সেগুলো হলো- গাড়ী চালানোর সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা, গাড়ির পেছনের দিকে লক্ষ্য রাখা, সম্ভব হলে নিজস্ব লোক বসিয়ে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা, যাত্রীদেরকে মৌখিকভাবে সতর্ক করা এবং স্টপেজ থেকে বাস ছাড়ার আগে যাত্রীদের ছবি তুলে নিজ দায়িত্ব রাখা।

এ জাতীয় আরও খবর

ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির কার্যকরী কমিটিতে মোহাম্মদ রিপন মিয়া মুন্সি

পুষ্পা টু’র আয়ে অবিশ্বাস্য রেকর্ড

‘ঋতুপর্ণার বাড়িতে নাকি ছিল ফেরদৌস, তেমনই শুনলাম’

বাংলাদেশকে হোয়াইটওয়াশের লজ্জা দিলো আয়ারল্যান্ড

শীর্ষে উঠে গেল সাউথ আফ্রিকা, ফাইনালে যাচ্ছে না ভারত!

সরকার পতনের পরেই সিরিয়া ফুটবলে জার্সি ও লোগো পরিবর্তন

আসাদের পতনে বিপদে ইরান, সামনে কী?

শুরুর আগেই স্থগিত ৪৭তম বিসিএসের আবেদন

সোনার দাম বেড়েছে ভরিতে ১৬৬৬ টাকা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদারে আগ্রহী ভারত

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বিআইডিএস গবেষণা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮ শতাংশ গ্র্যাজুয়েট বেকার