মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বিশ্বকাপ বাছাই ফুটবল : লেবাননের বিপক্ষে আজ কী করবে বাংলাদেশ?

news-image

অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হেরে আসার পর ঘুরে দাঁড়ানোর সুযোগ বাংলাদেশের সামনে। ঘরের মাঠে সেই সুযোগটা কী পাবে জামাল ভূঁইয়ারা? যদিও র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক বেশি এগিয়ে লেবানন। তবুও, ঘরের মাঠে খেলা বলে আশায় বুক বাঁধছেন বাংলাদেশের ফুটবলাররা।

আজ সন্ধ্যা পৌনে ৬টায় বসুন্ধরা কিংস এরেনায় বিশ্বকাপ বাছাইয়ে ‘আই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশ ৭ গোল হজম করলেও আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া অন্য ম্যাচে ফিলিস্তিনের সঙ্গে গোলশূন্য ড্র করেছিলো লেবানন।

ফিফা র‌্যাংকিংয়ে যোজন যোজন এগিয়ে লেবানিজরা। বাংলাদেশের অবস্থান যেখানে ১৮৩ তম স্থানে, সেখানে লেবানন রয়েছে ১০৪তম স্থানে। ব্যবধান ৭৯টি ধাপ।

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে মালদ্বীপকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠার পর বাংলাদেশের ফুটবল সমর্থকদের প্রত্যাশা ছিল, দ্বিতীয় রাউন্ডে অন্তত ভালো ফুটবল উপহার দিতে পারবেন জামাল ভূঁইয়ারা। কিন্তু মেলবোর্নে অনুষ্ঠিত গত সপ্তাহের ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ।

দ্বিতীয় রাউন্ডে জামালদের সব প্রতিপক্ষই শক্তিশালী। এর মধ্যে ভালো করার সম্ভাবনা কেবল ঘরের মাঠের ম্যাচগুলোতেই। তারই একটিতে আজ মাঠে নামছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। ঘরের মাঠে বাংলাদেশ আজ কী করতে পারে, সেটাই এখন দেখার।

আগের ম্যাচে বিধ্বস্ত হলেও লেবাননের বিপক্ষে আজ জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নামবেন বলে জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া থেকে ম্যাচ খেলে তিন দিন আগে এসেছি। রিকভারির চেষ্টা করেছি। সবাই আলোচনা করেছি প্রথম ম্যাচ নিয়ে। তবে মেলবোর্নের ম্যাচ এখন আমাদের মাথায় নেই। আমাদের চোখ সামনে। এখনো ৫ ম্যাচ বাকি। আমি মনে করি, লেবাননের বিপক্ষে ম্যাচ থেকে আমরা পয়েন্ট নিতে পারি। লেবাননের বিপক্ষে আমরা আগেও খেলেছি। তারা আমাদের চেয়ে ওপরে, তবে এত দূরে না। আমরা প্রস্তুত। সবাই চেষ্টা করবো মঙ্গলবারের ম্যাচে ভালো করতে।’

কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাও স্বপ্ন দেখছেন লেবাননের বিপক্ষে জয় পাবে বাংলাদেশ। তিনি বলেন, ‘গত সাফে এই লেবাননকে আমরা ৮০ মিনিট আটকে রেখেছিলাম। শেষ ১০ মিনিটে এবং অতিরিক্ত সময়ে দুটি গোল হজম করে ম্যাচটা হারি। তখন লেবাননকে নিয়ে আমাদের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করছিল। কারণ আমরা জানতাম না, ওরা কী করতে পারে। এখন এই লেবাননকে আমরা অনেকটাই জানি। ওরা হয়তো সাফের পর বেশ কিছু খেলোয়াড় পরিবর্তন করেছে। কিন্তু মূল খেলোয়াড়রা একই রয়ে গেছে। তো এখন এই লেবাননকে আমরা অনেক সাহস নিয়ে মোকাবেলা করতে পারব। আমি আত্মবিশ্বাসী, আমরা ৩ পয়েন্টের জন্যই আগামীকাল (আজ) মাঠে নামব।’

লেবানন কোচ নিকোলা ইওরসোভিচও আজ একটি কঠিন ম্যাচের অপেক্ষা করছেন। এমনকি সেই ৭-০ গোলে হারের প্রসঙ্গে তিনিও বাংলাদেশের খেলোয়াড়দের ঢাল হয়েছেন, ‘অস্ট্রেলিয়া যে পর্যায়ে পৌঁছে গেছে, তার সঙ্গে বাংলাদেশ এমনকি লেবানন, ফিলিস্তিনকেও মেলানো যাবে না। বাংলাদেশ নিয়ে প্রস্তুতিতে আমিও সেই ম্যাচ হিসেবে ধরিনি। বাংলাদেশ তার আগে মালদ্বীপের বিপক্ষে দেখিয়েছে তারা কতটা ভালো দল, বিশেষ করে ঘরের মাঠে। এখানে আমাদের জন্যও ম্যাচটি তাই কঠিন।’

এ জাতীয় আরও খবর

তারেককে অপছন্দকারীরা নির্বাচনে আসতে নতুন প্ল্যাটফর্ম তৈরি করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

এখনো সুষ্ঠু নির্বাচনের সুযোগ আছে : নজরুল ইসলাম

টাইব্রেকারে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ করে ফাইনালে জার্মানি

অর্থপাচার মামলায় এনু-রুপনের ৭ বছরের কারাদণ্ড

যুদ্ধাপরাধ : বাগেরহাটের ৭ জনের রায় বৃহস্পতিবার

প্রথম দিন শেষে টিকে থাকল বাংলাদেশ

৩০০ আসনেই কি নৌকার প্রার্থী, যা জানালেন ওবায়দুল কাদের

বিএনপি নির্বাচনে আসলে সময়ের মধ্যেই আসতে হবে : ইসি রাশেদা

রাশিয়া-ইউক্রেনে ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎবিচ্ছিন্ন ২০ লাখ মানুষ

সমঝোতা হলে জোটকে কিছু আসন ছেড়ে দেয়া হবে : কাদের

দুই কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করলো বিএনপি

মুমিনুলের পর জয়ের বিদায়, টাইগারদের ছন্দপতন