বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন কমিশনের সঙ্গে ভালো আলোচনা হয়েছে : কমনওয়েলথ

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ৭ জানুয়ারির ভোট নিয়ে নির্বাচন কমিশনের কাছে সার্বিক প্রস্তুতি জেনেছে কমনওয়েলথ সদরদপ্তরের নির্বাচনপূর্ব পরিস্থিতি মূল্যায়ন প্রতিনিধি দল। অন্য অংশীজনের সঙ্গে বসে লন্ডনে ফিরে প্রতিবেদন দেওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তবে নির্বাচন কমিশনের সঙ্গে ভালো আলোচনা হয়েছে বলেই জানান প্রতিনিধি দলের প্রধান লিনফোর্ড এন্ড্রো।

রোববার (১৯ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সকালে চার সদস্যের প্রতিনিধি দল সভা করে। তফসিল ঘোষণার চার দিনের মাথায় সফরররত প্রতিনিধি দলের সঙ্গে পূর্বনির্ধারিত এ বৈঠক হয়। এতে সিইসিসহ নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। এছাড়া, সভায় লন্ডনের কমনওয়েলথ সেক্রেটারিয়েটের হেড অব ইলেক্টরাল সাপোর্ট সেকশন লিনফোর্ড এন্ড্রো, পলিটিক্যাল অ্যাডভাইজার লিনডে মাললেকা, এক্সিকিউটিভ অফিসার জিপি ওজাগো ও এসিসটেন্ট রিসার্চ অফিসার সার্থক রায় অংশ নেন।

প্রতিনিধি দলের প্রধান লিনফোর্ড এন্ড্রো জানান, প্রি ইলেকশন এসেমেন্ট মিশনের সহকর্মীদের নিয়ে শনিবার বাংলাদেশে এসেছে নির্বাচনপূর্ব পরিস্থিতি মূল্যায়নে কমনওয়েলথের সদস্য রাষ্ট্রের যেকোনো দেশে অবজার্ভ করতে প্রতিনিধি পাঠানো এক ধরনের প্রথা।

তিনি বলেন, কয়েকটি উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করি। এর অংশ হিসেবে নির্বাচন কমিশনসহ নানা ধরনের অংশীজনের সঙ্গে আলোচনা করে। ৭ জানুয়ারির নির্বাচনকে সামনে সার্বিক প্রস্তুতি অবহিত হওয়ার পাশাপাশি বিরাজমান পরিবেশসহ পর্যবেক্ষণ করছি আমরা।

কমিশনকে ধন্যবাদ দিয়ে এন্ড্রো বলেন, আমাদের মধ্যে বেশ ভালো আলোচনা হয়েছে। কতটা প্রস্তুতি হয়েছে তা জানতে পেরেছি। সামনের দিকে তাকিয়ে আছি, আমাদের অংশীজনের সঙ্গে আলোচনা হবে। ২২ নভেম্বর আমরা চলে যাবার কথা। তারপর কমনওয়েলথ সেক্রেটারি জেনারেলের কাছে সুপারিশসহ প্রতিবেদন দেব।

বিরাজমান পরিস্থিতি নিয়ে কোনো ধরনের আগাম মন্তব্য করতে চাননি তিনি।

এ জাতীয় আরও খবর

বিএনপি-আ.লীগ মুদ্রার এপিঠ ওপিঠ: ফয়জুল করীম

জবির সব সমন্বয়ককে অবাঞ্ছিত ঘোষণা

আবারও প্রোফাইল লাল করে যে বার্তা দিলেন হাসনাত

ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের

অনুপ্রবেশ ও পাচার হওয়া অর্থ উদ্ধারে ভারতে অভিযান

ইসরায়েলকে তীব্র নিন্দা ও সতর্ক করলেন সৌদি প্রিন্স

মন্ত্রিত্ব কোনো অর্জন না, পাবলিক সারভেন্টের দায়িত্ব মাত্র: উপদেষ্টা ফারুকী

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তা প্রয়োজন

আমি আর ‘আরিফ আর হোসাইন’ আলাপ করতাম, কীভাবে সরকারকে হটানো যায়

বোবার শত্রু নাই, চুপ থাকাই ভালো : চমক