ধানমন্ডিতে প্রাইভেটকারে আগুন
অনলাইন ডেস্ক : সরকারের পদত্যাগের এক দফা দাবিতে পঞ্চম ধাপে বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি আজ বুধবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে।এদিন রাজধানীর ধানমন্ডিতে একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে অবরোধকারীরা।
বুধবার সকালে ধানমন্ডি-২৭ নম্বরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে অবরোধ সমর্থনকারী কয়েকজন এসে প্রাইভেটকারটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে রাজধানীতে চারটি বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ১১টার দিকে মিরপুর বেড়িবাঁধের দ্বীপনগর এলাকায় শুকতারা পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে কল্যাণপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এর আগে রাত সাড়ে ৯টায় মিরপুর ১০ নম্বরে বিআরটিসির একটি বাসে আগুন দেয় অবরোধকারীরা। খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া রাত সাড়ে ৮টার দিকে মিরপুর ১ নম্বরের বেড়িবাঁধ এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুটি বাসে আগুন দেয় অবরোধকারীরা।