বুধবার নির্বাচনের তফসিল, ৬ জানুয়ারি ভোটগ্রহণ
[২] এই দিন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বাংলাদেশ টেলিভিশন ও বেতারে ভাষণের মাধ্যমে জাতির কাছে জাতীয় সংসদ নির্বাচনের ভোটের সূচি তুলে ধরবেন। তবে, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার এই তিন দিনের যে কোন একদিন তফসিল ঘোষণার জন্য বিটিভি ও বেতারের কাছে সময় চেয়েছে কমিশন। আর ২০২৪ সালের প্রথম সপ্তাহে ভোটগ্রহণের প্রক্রিয়ায় এগুচ্ছে ইসি।
[৩] ইতোমধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, কমনওয়েলথ, আফ্রিকান ইলেক্টোরাল অ্যালায়েন্স নির্বাচন পর্যবেক্ষনের জন্য প্রতিনিধি দল পাঠানোর আগ্রহ জানিয়েছে।
[৪] এক প্রশ্নের উত্তরে আহসান হাবিব খান বলেন, তফসিল ঘোষণার বিষয়টি চূড়ান্ত করতে মঙ্গলবার সভার আহ্বান করা হয়েছে। জাতীয় নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে জানিয়ে নিবন্ধিত সব দলগুলোকে এই নির্বাচনে অংশগ্রহণের জন্য আহ্বান জানান তিনি।
[৫] এরআগে সোমবার (১৩ নভেম্বর) তফসিল কবে ঘোষণা হবে জানতে চাইলে ইসি সচিব বলেন, নভেম্বরের প্রথমার্ধে ( ১৫ নভেম্বরের মধ্যে) তফসিল ঘোষণা হবে। সুতরাং প্রথমার্ধের শেষ হতে বাকী রয়েছে মঙ্গলবার ও বুধবার।
[৬] সবশেষ বহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করার পর বঙ্গভবন থেকে বেরিয়ে সিইসি বলেন, দ্রুত আমরা তফসিল ঘোষণা করব, কারণ সময় হয়ে গেছে। আর নির্বাচনের ব্যাপারে আমরা বলেছি, প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে, আমরা এখনও ওই অবস্থায় আছি। আমরা বসে চূড়ান্ত যখনই করব, আপনাদের অবহিত করব। নির্বাচন কমিশন যে সাংবিধানিক দায়িত্ব অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর, সে কথা রাষ্ট্রপতিকে অবহিত করার কথাও সিইসি বলেন।
[৭] আগের দুটি নির্বাচন থেকে শিক্ষা গ্রহণ করে এই নির্বাচন কমিশন চাইছে একটি উৎসবমুখর নির্বাচন যা হয়ে থাকবে ভবিষৎ প্রজন্মের জন্য উদাহরণ। তবে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিরোধী পক্ষের টানা অবরোধের কারণে অংশগ্রহণমূলক নির্বাচন এখন পর্যন্ত অনিশ্চিত। তফসিল ঘোষণার আগে আগে কমিশন রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে আলোচনা করেছে, সেখানে নিবন্ধিত ৪৪টি দলের মধ্যে ১৮টিকেই পায়নি তারা। বিরোধী দলের হরতাল অবরোধের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরিবেশ আছে কি না জানতে চাইলে ইসি সচিব বলেন, অবশ্যই আছে। নির্বাচন বাধাগ্রস্থ হবে এমন কোন তথ্য গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তারা পায়নি।
[৮] কমিশনের পক্ষ থেকে যা যা প্রস্তুতি নেওয়ার তা গুছিয়ে আনা হয়েছে। আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী এরই মধ্যে শেষ হয়েছে। সারাদেশের মাঠ প্রশাসন ও পুলিশের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে নির্বাচনী আইন-বিধি, ব্যবস্থাপনা বিষয়ে মত বিনিময়মূলক যে ‘প্রশিক্ষণসূচি’ শেষ হয়েছে। এখানে ডিসি এসপিদেরকে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরির নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার।
[৯] মাঠ পর্যায়ের প্রশাসনের কর্মকর্তাদের এরই মধ্যে কমিশন বার্তা দিয়ে বলেছেন, যে কোনো মূল্যে নিরপেক্ষ থাকতে হবে, জনগণ যেন তাদের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারে, সে জন্য আইনে যে ক্ষমতা আছে, সেটির প্রয়োগ করতে হবে।
[১০] তফসিলের আগে কমিশন সভাতেই রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কারা হবেন, সেই বিষয়টি চূড়ান্ত হতে পারে। প্রথা অনুযায়ী, তফসিল ঘোষণার দিনই রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে থাকে নির্বাচন কমিশন। জেলা প্রশাসকরাই রিটার্নিং অফিসার নিয়োগ পেয়ে থাকেন, সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের দুই বিভাগীয় কমিশনার।
[১১] একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। নির্বাচনের পর সংসদের প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ৩০ জানুয়ারি। তাই সংবিধান অনুযায়ী, বর্তমান সংসদের পাঁচ বছর মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি। পরবর্তী সংসদের জন্য ভোটগ্রহণ করতে হবে তার আগের নব্বই দিনের মধ্যে। অর্থাৎ গত ১ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে। আর ২৯ জানুয়ারির মধ্যে রয়েছে নির্বাচন সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
[১২] দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। আর ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি।
সূত্র: আমাদের নতুন সময়