কাল আবহাওয়া কেমন থাকবে?
নিজস্ব প্রতিবেদক : আগামী মঙ্গল বা বুধবারের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে বুধবারের পর দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবওয়া অফিস।
রোববার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, লঘুচাপটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় সৃষ্টি হতে পারে। এর প্রভাবে মঙ্গলবার রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে পরে বৃষ্টি হলে তাপমাত্রা আবার কমে আসবে।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, লঘুচাপ হলে সেটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। তবে ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার আশঙ্কা কম। তবে তা ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না তা বলার জন্য আরও অপেক্ষা করতে হবে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হতে পারে।
সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ সময় দিন ও রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।