চলমান লড়াই স্বাধীনতা যুদ্ধের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ: জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক : চলমান লড়াই স্বাধীনতা যুদ্ধের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ‘চলমান গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে বাংলাদেশের মানুষ পৃথিবীর প্রতিটি দেশের ভূমিকা পর্যবেক্ষণ করছে।’
চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ সমর্থনে মিছিল শেষে আজ রবিবার সংক্ষিপ্ত পথসভায় তিনি এ কথা বলেন।
সরকার বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে জোনায়েদ সাকি বলেন, ‘আমরা আন্তর্জাতিক সম্প্রদায় এবং গণতান্ত্রিক বিশ্বকে আহ্বান জানাতে চাই, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন; যে নির্বাচনে মানুষ ভোট দিবে, তার ভোটের ভিত্তিতে ফলাফল হবে এবং বিজয়ীদের হাতে ক্ষমতা হস্তান্তর হবে। এই হচ্ছে জনগণের আকাঙ্ক্ষা, তার বিরুদ্ধে দাঁড়াবেন না।’
তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ কারো কাছে মাথানত করে না। এ দেশের মানুষ পৃথিবীর প্রতিটি দেশের ভূমিকা দেখছে। মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়ে আপনারা যদি মনে করেন এই দেশে আপনাদের বন্ধুত্ব সু-সম্পর্ক রেখে এই দেশকে আপনাদের মতো কব্জা করে রাখবেন, বাংলাদেশের মানুষ তা মানবে না।’
গণতন্ত্র মঞ্চের এই নেতা বলেন, ‘যদি আওয়ামী লীগ বাংলাদেশকে বিকিয়ে দিতে চায় তা বাংলাদেশের মানুষ মানবে না। সুতরাং গণতান্ত্রিক বিশ্বের প্রতি আমাদের আহ্বান, জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে যাবেন না। দেশের মানুষ এই দেশের ভবিষ্যত রাজনীতি নির্ধারণ করবে। কিন্তু আপনারাও অনেকে একথা বলছেন, তার আড়ালে যদি অন্য মতলব থাকে তা জনগণের বুঝতে বেশি দেরি হবে।’
গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাবের সামনে আরও বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের হাবিবুর রহমান বাবলুসহ আরও অনেকে।