এবার মিরপুরে বাসে আগুন
অনলাইন ডেস্ক : রাজধানীর মিরপুরে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রবিবার দুপুর ১টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ‘দুপুর ১টা ১০ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। আমাদের দুটি ইউনিট দুপুর সোয়া ১টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’
এর আগে ভোর ৬টার দিকে রাজধানীর সুত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজ রবিবার সকাল থেকে ঢাকাসহ সারাদেশে চতুর্থ দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে।